কলকাতা, ১৯ সেপ্টেম্বর: আবারও নয়া চমক টেলিকম সংস্থার (Post Office India)। এবার পোস্ট অফিসে পাওয়া যাবে সিম কার্ড। শুধু তাই নয় তার সঙ্গে হবে রিচার্জ ও। বাজার দখল বাড়াতে এমনই সিদ্ধান্ত নিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। বাজার দখল বাড়াতে ভারতীয় ডাক বিভাগের সঙ্গে নয়া চুক্তি করেছে BSNL। তারা ইতিমধ্যেই জানিয়েছে দেশের ১.৬৫ লক্ষ পোস্ট অফিসে পাওয়া যাবে এই সংস্থার সিমকার্ড।
তার সঙ্গে মোবাইল রিচার্জ করার সুবিধাও দেবে পোস্ট অফিস। এমনকি দেশের প্রত্যন্ত অঞ্চলেও এই সুবিধা উপলব্ধ হবে বলে জানিয়েছে BSNL। ডাক বিভাগ এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেছে প্রতিটি মানুষকে ডিজিটাল ভারতের অংশীদার করে তোলাই তাদের উদ্দেশ্য। তবে BSNL এর এই পদক্ষেপ সম্পূর্ণভাবে পরীক্ষামূলক দাবি করেছে এই টেলিকম সংস্থা।
তবে এই পরিষেবা বাজারে তাদের প্রভাব বাড়াতে সাহায্য করবে বলে আশাবাদী এই সংস্থা। বর্তমানে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে BSNL তাদের গ্রাহক সংখ্যা বাড়াতে এবং পরিষেবার পরিধি বিস্তারে মনোযোগ দিয়েছে। পোস্ট অফিসের বিস্তৃত নেটওয়ার্কের সুবিধা নিয়ে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রাহকদের কাছে BSNL-এর পরিষেবা আরও সহজলভ্য হবে।
এই উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো এটি গ্রামীণ অঞ্চলের মানুষের কাছে ডিজিটাল সংযোগ আরও সহজ করে তুলবে। পোস্ট অফিসের মাধ্যমে সিম কার্ড ও রিচার্জ সুবিধা পাওয়ায় গ্রাহকদের আর দূরের দোকানে যাওয়ার প্রয়োজন হবে না। এছাড়াও, BSNL-এর সাশ্রয়ী মূল্যের প্ল্যানগুলি গ্রাহকদের আকর্ষণ করতে পারে।
২৪ ও ২৫ তারিখে বঙ্গোপসাগর থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করবে ভারত
এই পরিষেবা চালুর ফলে BSNL-এর বাজারে প্রতিযোগিতার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ হবে। তবে এই পরীক্ষামূলক প্রকল্পের সাফল্য নির্ভর করবে এর বাস্তবায়ন ও গ্রাহকদের প্রতিক্রিয়ার ওপর। তবে বেসরকারি টেলিকম সংস্থার দাপটে আজ BSNL এর মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার ব্যবসা প্রায় অস্তাচলে। তাই এই নতুন পদক্ষেপ নিয়ে এই সংস্থা আবার সাধারণ মানুষের মধ্যে নিজেদের সুনাম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং আবারও তাদের ব্যবসার মন্দ কাটাতে চাইছে।