HomeBharatSiliguri Corridor: উপগ্রহ চিত্র ঘিরে আতঙ্ক, ভারতকে কি ঘিরে ফেলার ছক কষছে...

Siliguri Corridor: উপগ্রহ চিত্র ঘিরে আতঙ্ক, ভারতকে কি ঘিরে ফেলার ছক কষছে চিন?

- Advertisement -

Siliguri Corridor: ভারতের চারিদিক কি ঘিরে ফেলার চেষ্টা করছে চিন? সম্প্রতি প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে কিন্তু এমনটাই মনে হচ্ছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ডোকলাম থেকে মাত্র ৯ কিমি দূরে আস্ত একটি গ্রাম (Chinese villages) বানিয়ে ফেলেছে শি জিনপিংয়ের সরকার। আর সেই গ্রামের প্রতিটি বাড়ির সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। গ্রামটির নাম জানা গিয়েছে বেজিং পাংডা। এটি ভুটানের ভূখণ্ডের মধ্যে অবস্থিত বলে জানা গিয়েছে।

প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রগুলি ডোকলামের কাছে চিনের অনুপ্রবেশকে স্পষ্ট করেছে। প্রসঙ্গত, ২০১৭ সালে এই ডোকলামেই মুখোমুখি অবস্থান করেছিল ভারতীয় ও চিনা সেনা। সেখান থেকে মাত্র ৯ কিমি দূরে চিনের আস্ত গ্রাম নির্মাণ স্বাভাবিকভাবেই ভারতের জন্য উদ্বেগের। তবে ভারতীয় সেনার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

   

siliguri corridor

একটি বিষয় ভাবাচ্ছে নয়াদিল্লিকে। সেটা হল ডোকলাম থেকে শিলিগুড়ি করিডর বা চিকেনস নেকের দূরত্ব খুব বেশি নয়। শিলিগুড়ির মাধ্যমেই উত্তর-পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ রক্ষা হয়। বেজিং পাংডা গ্রাম থেকে খুব সহজেই শিলিগুড়ি করিডরের ওপর নজর রাখতে পারবে চিন বলে বিশেষজ্ঞরা অনুমান করছেন। তবে এবিষয়ে ভারতের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূতও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

নজর শিলিগুড়ি করিডোরের দিকে? শিলিগুড়ির উপরে একটা আলাদা আকর্ষন আছে সব দেশেরই। ভারতের জন্য এই করিডোর স্ট্র্যাটেজিক দিক থেকে গুরুত্বপূর্ণ। তাই চিনও চাইবে শিলিগুড়ির মত একটা শহরকে ব্যবহার করতে। 

- Advertisement -
online desk
online desk
Get Bengali news updates, Bengali News Headlines , Latest Bangla Khabar, Bengali News from Kolkata
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular