ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসামের শিলচরে (Silchar Fire)। একটি কম্পিউটার সেন্টারে ভয়াবহ আগুন লেগেছে বলে খবর। দাউদাউ করে জ্বলছে সেই কম্পিউটার সেন্টারটি।
আসামের কাছাড় জেলার শিলচর শহরের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবন থেকে পড়ে আহত এক কিশোরী গুরুতর আহত হয়েছে। তাঁকে ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন হাজির হয়েছে। এদিকে আগুন নেভাতে গিয়ে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। অনেক পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। দেখুন ভিডিও…
A massive fire broke out in a building in Silchar town in Assam’s Cachar district. A girl was injured after she fell from the building, she was rushed to the hospital. Five fire tenders at the spot.
Fire has been doused and cooling operation is underway.
— ANI (@ANI) May 18, 2024
Fire incident in Shillong Patty, Silchar today.
Video via Prosenjit DGupta pic.twitter.com/fnYbdiY1T5
— SilcharNow (@silcharNOW) May 18, 2024
कंप्यूटर इंस्टिट्यूट में भीषण आग.. कई बच्चे फंसे
असम की सिल्चर की घटना #Assam #Silchar #computerinstitute #FIRE pic.twitter.com/SMBFOyQ8eB— Sanjeev 🇮🇳 (@sun4shiva) May 18, 2024