গ্যাংটক: সিকিমের পশ্চিম জেলার উপরের রিম্বি এলাকায় প্রবল বৃষ্টির জেরে ভয়াবহ পাহাড় ধস। শুক্রবার ভোররাতে ইয়াংথাং গ্রামে এই বিপর্যয়ের ঘটনা ঘটে। কাদামাটি ও পাথর সরাসরি একটি বাড়ির উপর এসে পড়লে ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তিনজনের। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় আরও দু’জনকে। তাঁদের মধ্যে এক নারী পরে হাসপাতালে প্রাণ হারান।
পুলিশ সূত্রে খবর, মৃতের সংখ্যা চার। এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। গুরুতর আহত এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।
জটিল উদ্ধারকাজ
পশ্চিম সিকিমের পুলিশ আধিকারিক ছেরিং শেরপা জানান, পাহাড়ি ভূপ্রকৃতি এবং প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ অত্যন্ত জটিল হয়ে পড়েছিল। হিউম নদী উপচে পড়ায় এলাকাটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা কাঠ দিয়ে অস্থায়ী সেতু তৈরি করে উদ্ধারকারীদের সহযোগিতা করেন। সেই পথ দিয়েই দুই আহতকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়।
পরিস্থিতি এখনো ভয়াবহ Sikkim landslide death
শেরপার কথায়, ‘‘একজন আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে, সেখানেই মৃত্যু হয় তাঁর। আরেকজন এখনও সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন। নিখোঁজ তিনজনের খোঁজে তল্লাশি চলছে।’’
এদিকে, পাহাড় ধসের কারণে একাধিক গ্রাম বিপর্যস্ত হয়ে পড়েছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। টানা বর্ষণের ফলে যেকোনও মুহূর্তে নতুন করে ধস নামার আশঙ্কা রয়েছে। প্রশাসন এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
Bharat: A devastating landslide in West Sikkim’s Rimbi area has killed four people, including a woman who died in the hospital, and left three others missing. Heavy monsoon rains triggered the disaster, making rescue efforts difficult amid road blockages.