নয়াদিল্লি: গুরু নানকের জন্ম বার্ষিকী উপলক্ষে প্রায় ২০০০ তীর্থযাত্রীর সঙ্গে ওয়াঘা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে (Pakistan) গিয়েছিলেন শিখ মহিলা। কিন্তু ১৩ নভেম্বর বাকি তীর্থ যাত্রীরা ভারতে ফিরে এলেও ফেরেননি ৪৮ বছর বয়সী শিখ মহিলা সরবজিৎ কৌর (Sarabjeet Kaur)। ভারতের কাপুরথালা জেলার আমানিপুর গ্রামের বাসিন্দা ওই মহিলা পাকিস্তানে (Pakistan) গিয়ে নিখোঁজ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়।
তার চেয়েও বেশি চাঞ্চল্যকর বিষয় হল সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া কৌরের একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ খালিদ মাহমুদ ওয়ারিয়াচের আদালতে কৌর বলছেন যে কেউ তাকে অপহরণ করেনি এবং তিনি শেখুপুরার ফারুকাবাদ এলাকার বাসিন্দা নাসির হুসেনকে “ভালোবাসেন” এবং তাঁর সঙ্গে “সুখে সংসার করছেন”।
ঘটনাকে কেন্দ্র করে সংবাদসংস্থা পিটিআই লাহোরের একজন বরিষ্ঠ পুলিশ আধিকারিককে প্রশ্ন করে। পুলিশ আধিকারিকের দাবী, সমাজমাধ্যমে লাহোর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শেখুপুরা জেলার বাসিন্দা নাসির হুসেনের সঙ্গে পরিচয় হয় ভারতের কাপুরথালা জেলার আমানিপুর গ্রামের বাসিন্দা সরবজিৎ কৌরের (Sarabjeet Kaur)।
পাকিস্তানে আসার একদিন পর, ৪ নভেম্বর নাসিরের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে তাঁকে বিয়ে করেছেন ওই শিখ নারী, বলে দাবী পাকিস্তান পুলিশের। সেইসঙ্গে, লাহোরের পুলিশ আধিকারিক জানান, দম্পতির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সরবজিৎ-এর খোঁজে তদন্ত শুরু করেছে পাঞ্জাবের পুলিশ
গুরুনানকের জন্মদিনে পাকিস্তানে গিয়ে দেশে না ফেরায় সরবজিৎ কৌরের (Sarabjeet Kaur) বিরুদ্ধে ‘নিখোঁজ’ তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাব পুলিশ। কাপুরথালার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট ধীরেন্দ্র ভার্মা বলেছেন, কৌরের নিখোঁজের তদন্ত চলছে। তবে মহিলার ধর্মান্তর সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য নেই। পুলিশ আরও জানিয়েছে, ২০২৪-এর জানুয়ারি মাসে জলন্ধরের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট ইস্যু করেছিলেন সরবজিৎ কৌর।
মহিলার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ
অন্যদিকে, আরও এক পুলিশ কর্তা জানিয়েছেন, কৌরের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি কাপুরথালা সিটি থানায় এবং একটি ভাটিন্ডার কোট ফাত্তা পুলিশ স্টেশনে। “তবে, আদালতে এই মামলাগুলির কার্যক্রম প্রায় শেষ”, বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এর আগে বলা হয়েছিল কৌরের স্বামী বহু বছর ধরে বিদেশে থাকেন এবং তাঁদের দুটি ছেলে রয়েছে।
কিছু মানুষ উত্যক্ত করছে বলে ভিডিওতে জানিয়েছেন সরবজিৎ
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে সরবজিৎ কৌরকে (Sarabjeet Kaur) বলতে দেখা গিয়েছে, “কিছু লোক” হুসেনের বাড়িতে ঢুকে তাঁদের দুজনের সঙ্গে দুর্ব্যবহার করেছে। সরবজিৎ বলেন, “তারা (অজ্ঞাত ব্যক্তিরা) আমাদের তাদের সঙ্গে যেতে বলে এবং তা অমান্য করলে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার হুমকি দেয়”। পাকিস্তান সরকারের কাছে তাঁকে এবং তাঁর স্বামীকে নিরাপত্তা দেওয়ার আর্জি জানান।


