শুভাংশুর ১৪ দিনের মহাকাশ যাত্রা শেষ, পৃথিবীতে ফেরার দিনক্ষণ স্থির

কলকাতা: দুই সপ্তাহের সফল মহাকাশ অভিযানের পর পৃথিবীর পথে ফেরার প্রস্তুতি নিচ্ছেন Axiom-4 মিশনের মহাকাশচারীরা। NASA বৃহস্পতিবার জানিয়েছে, মিশনের আনুষ্ঠানিক আনডকিং হবে ১৪ জুলাইয়ের আগে…

Shubhanshu Shukla Space Mission

কলকাতা: দুই সপ্তাহের সফল মহাকাশ অভিযানের পর পৃথিবীর পথে ফেরার প্রস্তুতি নিচ্ছেন Axiom-4 মিশনের মহাকাশচারীরা। NASA বৃহস্পতিবার জানিয়েছে, মিশনের আনুষ্ঠানিক আনডকিং হবে ১৪ জুলাইয়ের আগে নয়। অর্থাৎ অন্তত আরও কয়েকদিন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রেই (ISS) থাকছেন ভারতের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং তাঁর তিন সহযাত্রী।

আনডক করার লক্ষ্য ১৪ জুলাই

NASA-র কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টিচ এক সাংবাদিক সম্মেলনে বলেন, “আমরা স্টেশন প্রোগ্রামের সঙ্গে কাজ করে যাচ্ছি। Axiom-4 মিশন আনডক করার লক্ষ্য আপাতত ১৪ জুলাই।”

   

এই মিশন শুরু হয়েছিল ২৫ জুন, ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলে যাত্রা করে Ax-4 দল। ২৮ ঘণ্টার যাত্রার পর, ২৬ জুন তাঁরা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছন। সেই সময় থেকেই শুরু হয় এক অনন্য অভিযান।

 রিসার্চ-ভিত্তিক প্রাইভেট মিশন Shubhanshu Shukla Space Mission

Axiom-4 মিশনে ছিলেন চারজন মহাকাশচারী- ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা, NASA-র প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি, এবং হাঙ্গেরির টিবোর কাপু। গত দু’সপ্তাহে তাঁরা মহাকাশে করেছেন একাধিক গবেষণা ও বৈজ্ঞানিক পরীক্ষা। Axiom Space-এর মতে, এটি ছিল তাদের সবচেয়ে বেশি রিসার্চ-ভিত্তিক প্রাইভেট মিশন।

Advertisements

মহাকাশে ভেসে থাকা সময়টুকু কেবল গবেষণায় নয়, স্মৃতি ধরে রাখতেও ব্যস্ত ছিলেন তাঁরা। প্রায় ২৫০ মাইল উচ্চতা থেকে পৃথিবীর অসাধারণ দৃশ্যের ছবি ও ভিডিও তুলেছেন, সময় পেলেই কথা বলেছেন আপনজনদের সঙ্গে। Axiom জানিয়েছে, এই সময়ের মধ্যে তাঁরা পৃথিবীকে ২৩০ বার প্রদক্ষিণ করেছেন এবং অতিক্রম করেছেন প্রায় ৯৬.৫ লক্ষ কিলোমিটার পথ।

মাথা উঁচু ভারতের

Ax-4 মিশনের সাফল্যের সঙ্গে আরও একবার উঠে এল ভারতের নাম। শুভাংশু শুক্লা তাঁর প্রথম মহাকাশ যাত্রায় শুধু ভারতের প্রতিনিধিত্বই করেননি, বরং একটি বেসরকারি আন্তর্জাতিক মিশনে ভারতের সক্রিয় অংশগ্রহণকেও সামনে এনে দিয়েছেন।

আগামী ১৪ জুলাই আনডক করার পর, ড্রাগন ক্যাপসুলে করেই তারা ফিরবেন পৃথিবীর বুকে। সেই মুহূর্তের অপেক্ষায় এখন গোটা দল।