“রাঁধুনি হওয়া উচিৎ ছিল”! কাকে কটাক্ষ করলেন তেজপ্রতাপ?

পাটনা: রবিবার বিহারের বেগুসরাইয়ে ‘মাছ ধরতে’ রাজনীতিকদের প্রবল তির্যক মন্তব্যের মুখে পড়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। এর আগে বিজেপি সাংসদ রবি কিষন কটাক্ষ করেছিলেন, “উনি যতগুলি মাছ ধরেছেন তার থেকেও কম ভোট পাবেন”। এবার রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন তেজস্বীর দাদা তথা জনশক্তি জনতা দলের প্রমুখ তেজ প্রতাপ যাদব (Tej Pratap Yadav)।

Advertisements

সোমবার তিনি সংবাদমাধ্যমের সামনে বলেন, “রাহুল গান্ধীর কাজই হল মোটরসাইকেল চড়া এবং দূষণ ছড়ানো। দেশ অতল অন্ধকারে তলিয়ে যাবে আর উনি সারাজিবন মাছ ধরেই কাটাবেন”। এরপর তেজপ্রতাপ আরও বলেন, “জিলিপি বানানো, মাছ ধরা…ওনার তো রাঁধুনি হওয়া উচিৎ ছিল। রাজনীতিক কেন হলেন?”

   

প্রসঙ্গত, আগস্ট মাসে ১৬ দিন ধরে ভোটার অধিকার যাত্রায় তেজপ্রতাপের ভাই তেজস্বীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মোটরসাইকেলে মিছিল করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তারপর প্রায় ২ মাস কেটে যাওয়ার পর বিরোধীদের কটাক্ষ আর জল্পনার ঘটিয়ে নির্বাচনী প্রচারে নামেন রাহুল। রবিবার বেগুসরাইয়ের মানুষদের সংস্পর্শে আসতে পুকুরে নেমে মাছ ধরেন তিনি।

মহুয়া থেকে লড়ছেন তেজপ্রতাপ

Advertisements

বাবার দল আরজেডি ত্যাগ করে আসন্ন বিধানসভা নির্বাচনে (BIhar Assembly Election) মহুয়া আসন থেকেই লড়ছেন জনশক্তি জনতা দলের প্রমুখ তেজপ্রতাপ (Tej Pratap Yadav)। গত ১৬ অক্টোবর ঠাকুমার ছবি হাতে নিয়ে নমিনেশন জমা দেন লালুর জ্যেষ্ঠ পুত্র। দল এবং ঘরছাড়া হলেও মহুয়া আসনের মায়া ছাড়তে পারেননি।

মহুয়া আসনের সঙ্গে আবেগ জড়িয়ে আছে তাই দল বদলালেও আসন বদলানি তিনি। তেজপ্রতাপ (Tej Pratap Yadav) বলেছিলেন, “রাজনীতিতে আসার অনেক আগে থেকেই আমি এই নির্বাচনী এলাকার সাথে যুক্ত। মানুষ আমাকে বলে যে তারা আমাকে তাদের বিধায়ক হিসেবে পেয়ে খুশি, আমি তাদের চাহিদা পূরণ করেছি। তারা বলে যে এখন অন্য কাউকে নিজেদের প্রতিনিধি ভাবতেই পারেন না।”