গ্যাংস্টারের নির্দেশে গুলি! Munawar-এর উপর চাঞ্চল্যকর হত্যাচেষ্টা!

নয়াদিল্লি: কমেডি-মঞ্চে হিন্দু দেব-দেবীদের নিয়ে মশকরার অভিযোগে বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) গুলি করে হত্যার চেষ্টা! বৃহস্পতিবার দিল্লির জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোডে বন্দুকযুদ্ধের…

নয়াদিল্লি: কমেডি-মঞ্চে হিন্দু দেব-দেবীদের নিয়ে মশকরার অভিযোগে বিখ্যাত স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) গুলি করে হত্যার চেষ্টা! বৃহস্পতিবার দিল্লির জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোডে বন্দুকযুদ্ধের পর রোহিত গোদারা-গোল্ডি ব্রার-বীরেন্দ্র চরণ গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যাদের স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে (Munawar Faruqui) হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

Advertisements

দিল্লি পুলিশ সূত্রে খবর, গ্যাংস্টার (Gangstar) গোল্ডী ব্রার এবং রোহিত গোধরার নির্দেশে ফারুকিকে হত্যা করতে বেঙ্গালুরু পৌঁছয় রাহুল এবং সাহিল নামক দুই বন্দুকবাজ। মুনাওয়ারের অনুষ্ঠান শেষ হওয়ার অপেক্ষা করে তাঁরা। কিন্তু কমেডিয়ান অন্য গাড়িতে চলে যাওয়ায় তাঁদের পরিকল্পনা ভেস্তে যায়!

   

পুলিশের জালে ধরা পড়েছে দুই আততায়ী

মুনাওয়ারের উপর হামলা হতে পারে, এই তথ্য আগে থেকেই পুলিশের কাছে ছিল। সেইমত দিল্লি পুলিশের তরফে আততায়ীদের ধরার জন্য ফাঁদ পাতা হয়। বর্তমানে বিদেশ-নিবাসী গ্যাংস্টার গোল্ডী ব্রারের (Gangstar Goldy Brar) নির্দেশে ফারুকিকে খুঁজতে দিল্লি ও মুম্বইতেও গিয়েছিল সাহিল এবং রাহুল নামক ওই দুই আততায়ী। এর আগে হরিয়ানায় ৩ টি খুনের মামলাও রুজু আছে তাঁদের বিরুদ্ধে।

দিল্লি পুলিশ সূত্রে খবর, ওই দু-জনকে ধরার জন্য ফাঁদ পাতে পুলিশ। ভোর ৩ টে নাগাদ বন্দুকধারীরা একটি বাইকে চড়ে দিল্লির জৈতপুর-কালিন্দি কুঞ্জ রোড ধরে যাচ্ছিল। পরিচয় নিশ্চিত করে পুলিশ তাদের থামতে বলে। কিন্তু তারা পুলিশবাহিনীর উপর গুলি চালায়। পুলিশ পায়ে পাল্টা গুলি করে তাদের হেফাজতে নেয়।

জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্যাংস্টার গোধরা এবং গোল্ডী ব্রারের নির্দেশেই ফদারুকিকে মারার জন্য ওই দুই আততায়ী বেশ কিছুদিন ধরে দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে রেকি করছিল। অবশেষে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছে ওই দুই আততায়ী।

উল্লেখ্য, ৩৩ বছর বয়সী কমেডিয়ান মুনাওয়ার ফারুকি অতীতে হিন্দু দেবদেবীদের নিয়ে রসিকতার জন্য সমস্যায় পড়েছেন। ২০২১ সালে তাঁকে মধ্যপ্রদেশে ঘৃণামূলক বক্তব্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল এবং জামিন পাওয়ার আগে এক মাসেরও বেশি সময় জেলে কাটাতে হয়েছিল। গত বছর মুম্বই পুলিশের একটি অবৈধ হুক্কা বারে অভিযানের সময় ফের আটক করা হয়েছিলেন মুনাওয়ার। পরে তিনি জামিনে মুক্তি পান।