দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে বহাল ‘শুট অ্যাট সাইট’ অর্ডার! কারণ জানালেন মুখ্যমন্ত্রী

গুয়াহাটি: অসমের ধুবুরীতে দুই মাস আগে ছড়িয়ে পড়া হিংসা এখন অনেকটাই স্তিমিত৷ তবে নিরাপত্তার খাতিরে সতর্ক অবস্থান থেকে এখনই সরতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আইনশৃঙ্খলা…

shoot at sight order

গুয়াহাটি: অসমের ধুবুরীতে দুই মাস আগে ছড়িয়ে পড়া হিংসা এখন অনেকটাই স্তিমিত৷ তবে নিরাপত্তার খাতিরে সতর্ক অবস্থান থেকে এখনই সরতে নারাজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আইনশৃঙ্খলা অটুট রাখতে তিনি ফের জানিয়ে দিলেন, ‘শুট অ্যাট সাইট’ (দেখামাত্র গুলি করা)-এর নির্দেশ এখনই প্রত্যাহার করা হচ্ছে না। আসন্ন দুর্গাপুজো পর্যন্ত তা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। 

ধুবুরী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যা জানালেন..

মঙ্গলবার কোকরাঝাড়ের এক সরকারি অনুষ্ঠানে ধুবুরী প্রসঙ্গে প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, অশান্তি উসকে দেওয়ার চেষ্টা করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। হিমন্তের কথায়, “ধুবুরীতে অস্থিরতা তৈরির চেষ্টা করলে কঠোরতম পরিণতি ভোগ করতে হবে।”

   

তবে বর্তমানে ধুবুরী শান্ত, সাম্প্রতিক সময়ে বড় কোনও অশান্তি ঘটেনি। তা সত্ত্বেও ভবিষ্যৎ পরিস্থিতি মাথায় রেখে কড়া অবস্থান বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আইনশৃঙ্খলা রক্ষায় কোনও আপোস নয় shoot at sight order

গত ১৩ জুন প্রথম ধুবুরী সফরে গিয়ে হিংসার আবহ খতিয়ে দেখে রাতের জন্য শুট অ্যাট সাইটের নির্দেশ দিয়েছিলেন হিমন্ত। এরপর ফের ১০ দিন পর এলাকায় গিয়ে পুলিশি পদক্ষেপের খোঁজ নেন তিনি। সেই সময় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ১৫০ জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, যা পরে আরও বেড়েছে। তাঁর বক্তব্য, “অসম সরকার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ তৎপর।”

Advertisements

অসম পুলিশের কড়া নজরদারির জেরে ধুবুরী এখন শান্ত হলেও প্রশাসন শিথিল হতে নারাজ। ফলে দুর্গাপুজো পর্যন্ত কার্যকর থাকছে এই ব্যতিক্রমী নির্দেশ।

প্রশাসনের প্রস্তুতি

উৎসবের মরশুমে ধুবুরী শহরকে সম্পূর্ণ নিরাপদ রাখার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। পুলিশি নজরদারি, ড্রোন ও চেকপোস্টের মাধ্যমে অশান্তি প্রতিরোধ করা হচ্ছে। দুর্গাপুজোতে যাতে কোনও ধরনের অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তার জন্য প্রতিটি সম্ভাব্য ঝুঁকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Bharat: Assam Chief Minister Himanta Biswa Sarma announces that the ‘shoot-at-sight’ order in Dhubri will remain in effect until Durga Puja. The decision, aimed at maintaining law and order, comes despite a period of calm following earlier violence, as the government seeks to prevent further unrest.