নয়াদিল্লি: বন্ধুকে গুলি (Gunshot) করার অভিযোগে অভিযোগে গ্রেফতার একাদশ শ্রেণীর দুই ছাত্র। জানা গিয়েছে, গুরুগ্রামের (Gurgaon) একটি হাউজিং সোসাইটিতে বাবার লাইন্সেস-যুক্ত পিস্তল থেকে সহপাঠীকে গুলি করে ওই দুই স্কুলপড়ুয়া (School Students)। গুরুতর অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আহত ছাত্র।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর-৪৮ এর একটি হাউজিং সোসাইটিতে নিজেদের ভাড়ার ফ্ল্যাটে ১৭ বছরের সহপাঠীকে ডেকে পাঠায় দুই অভিযুক্ত কিশোর। প্রাথমিক তদন্তে পুলিশ (Police) জানতে পেরেছে, পূর্ববর্তী ঝগড়ার জেরে সহপাঠীর উপর আক্রমণ করে যদুবংশী স্কুলের একাদশ শ্রেণীর ওই দুই পড়ুয়া।
সর্দার নগর থানায় আক্রান্ত কিশোরের মা অভিযোগে জানিয়েছেন, বাড়িতে এসে তার ছেলেকে ডেকে নিয়ে যায় তার এক বন্ধু। প্রথমে বন্ধুর সঙ্গে যেতে না চাইলেও পড়ে রাজি হয়ে যায় আক্রান্ত কিশোর। তার মায়ের অভিযোগ, দুই অভিযুক্তের মধ্যে একজনের বাবার কাছে লাইসেন্স-যুক্ত বন্দুক আছে। তা থেকেই গুলি চালানো হয়েছে তাঁর ছেলের উপর। ঘটনার খবর পেয়েই আবাসনটিতে ছুটে যায় পুলিশের দল।
গুলিবিদ্ধ অবস্থায় কিশরকে উদ্ধার করে মেদান্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, অ্যাপার্টমেন্টে পাওয়া একটি বাক্স থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচটি তাজা কার্তুজ, একটি খালি খোসা, ৬৫টি তাজা কার্তুজ সহ আরেকটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে একটি ফরেনসিক দলও পাঠানো হয়েছে।
ঘটনার সাথে সম্পর্কিত একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে। গুরুগ্রাম পুলিশ সমস্ত আগ্নেয়াস্ত্র মালিকদের কাছে আবেদন জানিয়েছে যে তারা যেন তাদের লাইসেন্সপ্রাপ্ত অস্ত্র নিরাপদে এবং শিশুদের নাগালের বাইরে রাখেন যাতে এই ধরনের ঘটনা এড়ানো যায়।
