হাড়হিম ঘটনা! নবজাতক শিশুর বুকে পাথর চাপা দিয়ে জঙ্গলে ফেলে পালালো দম্পতি!

ভোপাল: কতটা নৃশংস হতে পারে এক বাবা-মা! মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার হাড়হিম করে দেওয়া ঘটনা তারই সাক্ষী বহন করছে। নিজেদের নবজাতক (Newborn) শিশুকে জঙ্গলে ফেলে পালালেন…

ভোপাল: কতটা নৃশংস হতে পারে এক বাবা-মা! মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার হাড়হিম করে দেওয়া ঘটনা তারই সাক্ষী বহন করছে। নিজেদের নবজাতক (Newborn) শিশুকে জঙ্গলে ফেলে পালালেন এক শিক্ষক দম্পতি। শুধু তাই নয়, নিজেদের শিশুর মৃত্যু নিশ্চিত করতে ৩ দিনের শিশুর বুকে পাথর চাপা দিয়ে দিলেন ওই দম্পতি।

Advertisements

সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার ধনোরা চৌকির অন্তর্গত নন্দনবাড়ি গ্রামের ওই দম্পতির কার্যকলাপে স্তম্ভিত এলাকাবাসী! জানা গিয়েছে, রবিবার ওই জেলার রোড ঘাট এলাকার জঙ্গলে পাথরের পাশে একটি ২-৩ দিনের নবজাতক শিশু পড়ে আছে বলে খবর পায় পুলিশ (Police)। খবর পাওয়া মাত্র পুলিশ চৌকির প্রধান বাহিনী নিয়ে ওই জঙ্গলে পৌঁছন।

   

বুকে পাথর চাপা দেওয়া অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পুলিশ। কিন্তু শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, নবজাতকের (Newborn) মা-বাবার খোঁজে তল্লাশি অভিযানে নামে পুলিশ।

চাকরি থেকে সাসপেন্ড হওয়ার ভয়ে নিজেদের সন্তানকে খুন!

অভিযান চালিয়ে শিশুটির মা-বাবাকে খুঁজে বের করে পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শিশুটির বাবা বাবলু ডান্ডোলিয়া এবং মায়ের নাম রাজকুমারী ডান্ডোলিয়া সিধোলি গ্রামের থামিয়া থানার বাসিন্দা। তাঁরা দুজনেই কর্মসূত্রে অমরবারায় থেকে নন্দনবাড়ির একটি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতেন।

এর আগে দম্পতির তিনটি সন্তান রয়েছে। চতুর্থ সন্তান হওয়ায় চাকরি থেকে সাসপেন্ড (Suspend) হওয়ার ভয়ে নিজেদের মাত্র ৩ দিনের শিশুকে হত্যার পরিকল্পনা করেন বাবলু এবং রাজকুমারী। স্থানীয়দের নজর এড়িয়ে শিশুটিকে নন্দনবাড়ির জঙ্গলে নিয়ে গিয়ে ফেলে দেয় তাঁরা। এমনকি শিশুটির মৃত্যু নিশ্চিত করতে তাঁর বুকে পাথর চাপা দিয়ে দেয় ওই মা-বাবা বলে অভিযোগ।

অপরাধ শিকার করে নিয়েছে ডান্ডোলিয়া দম্পতি

বাটকাখাপা টিআই অনিল রাঠোর জানিয়েছেন যে গ্রেপ্তারকৃত মাস্টার বাবলু জিজ্ঞাসাবাদে বলেছে যে “আমার তিনটি সন্তান আছে। যদি আমার চতুর্থ সন্তান হয় তবে আমি আমার চাকরি হারাবো, এই ভয়ের কারণে আমাদের ৩ দিনের চতুর্থ সন্তানকে জঙ্গলে পাথর চাপা দিয়ে রেখে আসি।” নিজেদের অপরাধ শিকার করে বর্তমানে গারদে দিন কাটাচ্ছেন ওই দম্পতি। শিশুটি বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।