বাংলাদেশে রক্তাক্ত পরিস্থিতিতে মমতার মন্তব্যে তীব্র আপত্তি হাসিনা সরকারের, মোদীর কাছে নালিশ

বাংলাদেশে (Bangladesh) চাকরিতে সংরক্ষণ ইস্যু ঘিরে রক্তাক্ত পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পছন্দ করল না শেখ হাসিনার সরকার। ঢাকায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রী…

Sheikh Hasina's Government Strongly Objects to Mamata Banerjee's Comments

বাংলাদেশে (Bangladesh) চাকরিতে সংরক্ষণ ইস্যু ঘিরে রক্তাক্ত পরিস্থিতির প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য পছন্দ করল না শেখ হাসিনার সরকার। ঢাকায় সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) মন্তব্য বিভ্রান্তিকর। বিষয়টি ভারত সরকারের কাছে নোট আকারে পাঠানো হয়েছে।

কী বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
বাংলাদেশে সরকারি চাকরিতে সংরক্ষণ ইস্যু নিয়ে রক্তাক্ত বিক্ষোভের জেরে সেখানে থাকা ভারতীয় পড়ুয়ারা ফিরে আসছিল। এই প্রেক্ষিতে দলীয় অনুষ্ঠান “২১ জুলাই শহিদ সমাবেশ” মঞ্চ থেকে মমতা বলেছিলেন, আমি বাংলাদেশ নিয়ে কোনও কথা বলতে পারি না কারণ ওটা একটা আলাদা দেশ। যা বলার ভারত সরকার বলবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। তার কারণ এটা ইউনাইটেড নেশনসের একটা রেজলিউশন আছে যে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পার্শ্ববর্তী এলাকা সম্মান জানাবে।

   

পরে মমতা ব্যানার্জি একটি মন্তব্য এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। তাতে তিনি উল্লেখ করেন, “বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনও প্ররোচনা, উত্তেজনায় না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দু:খ, সে যারই রক্ত ঝরুক, তাদের জন্য আছে। আমরা দুখী, আমরাও খবর রাখছি। ছাত্রছাত্রীদের মহান প্রাণ, তাজা প্রাণগুলো চলে যাচ্ছে”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যতে আপত্তি জানাল শেখ হাসিনার সরকার। বিবিসি’র খবর বাংলাদেশের বিদেশমন্ত্রী হাছান মাহমুদের কাছে ঢাকায় সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ‘যে যারই রক্ত ঝরুক’ মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া চাওয়া হয়। মাহমুদ জানান, তাঁর প্রতি যথাযথ সম্মান রেখে বলতে চাই, তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার, ঘনিষ্ঠ এবং উষ্ণ। কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে। আমরা এ বিষয়ে ভারত সরকারকে নোট দিয়ে জানিয়েছি।

বাংলাদেশ সংলগ্ন ভারতের অন্যান্য রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের মুখ্যমন্ত্রীদের মন্তব্য নিয়ে আপত্তি জানায়নি শেখ হাসিনার সরকার।