Sheikh Hasina: গ্রেফতার করে হাসিনাকে আনা হবে জানাল বাংলাদেশ, কী বলছে মোদী সরকার?

গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে (Sheikh Hasina) এক মাসের মধ্যে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোপর্দ করা হবে এমনই জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গণবিক্ষোভে বাংলাদেশ…

Sheikh Hasina Narendra Mod 1 Sheikh Hasina: গ্রেফতার করে হাসিনাকে আনা হবে জানাল বাংলাদেশ, কী বলছে মোদী সরকার?

গণহত্যা মামলায় অভিযুক্ত শেখ হাসিনাকে (Sheikh Hasina) এক মাসের মধ্যে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সোপর্দ করা হবে এমনই জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। গণবিক্ষোভে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি গত ৫ আগস্ট থেকে ভারতে আশ্রিত।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই তালিকায় থাকা ৪৬ জনের নাম প্রকাশ করা হয়েছে। গ্রেফতারের তালিকায় নাম আছে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের নামও। তালিকায় হাসিনার বোন শেখ রেহানার নামও আছে। গত ৫ আগস্ট রক্তাক্ত বিক্ষোভের মুখে শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশে থেকে ভারতে চলে আসেন। এরপরেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর সরকারি আবাস ‘গণভবন’ লুট করেছিল।

   

গত জুলাই আগস্ট মাসে সরকারি চাকরিতে কোটা নিয়ম সংস্কার ইস্যুতে গণবিক্ষোভ দমনে তৎকালীন প্রধানমন্ত্রী গণহত্যা সংঘটিত করেছিলেন বলে অভিযোগ করেছে অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার শেখ হাসিনাসহ অন্যান্যদের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আগামী ১৮ই নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের বিদেশ উপদেষ্টা বলেছেন,’আমরা অবশ্যই তাকে (শেখ হাসিনাকে) দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমাদের কাছে এক মাস সময় আছে, এ লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”

ক্ষমতাচ্যুত হবার পর থেকে শেখ হাসিনা ভারতে আছেন। তার বিষয়ে ভারতে ক্ষমতাসীন এনডিএ জোটের প্রধানমন্ত্রী মোদী বিশেষ সহানুভূতিশীল বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর।

শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল নয়াদিল্লতে জানিয়েছেন, আমি আগেই বলেছি যে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী নিরাপত্তার খাতিরে স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এবং তিনি এখানেই থাকবেন।