ভারতের সহযোগিতায় তিস্তা প্রকল্প হবে, মমতাকে ইঙ্গিতে হাসিনার কূটনৈতিক বার্তা

বাংলাদেশের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তি করতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পশ্চিমবঙ্গ সরকারকে দূরে রেখে তিস্তা ইস্যুতে কেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা…

বাংলাদেশের সঙ্গে তিস্তা জলবন্টন চুক্তি করতে নারাজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ভেঙে পশ্চিমবঙ্গ সরকারকে দূরে রেখে তিস্তা ইস্যুতে কেন বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা এমনই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন মমতা। এবার ঢাকায় সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina) বললেন, আমরা ভারতের সহযোগিতায় বাংলাদেশে তিস্তা প্রকল্প করব।

মনে করা হচ্ছে, ঢাকা থেকে মমতাকে কূটনৈতিক কড়া বার্তা দিলেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তিনি বলেন, নয়াদিল্লি আমাদের আশ্বাস দিয়েছে।

   

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ২১ জুন নয়াদিল্লি গেছিলেন। সফর শেষে ২২ জুন রাতে ঢাকা়য ফেরেন তিনি। শেখ হাসিনার এই সফরে দুই প্রতিবেশী দেশের মধ্যে ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর মধ্যে সাতটি নতুন ও তিনটি সমঝোতা নবায়ন করা হয়েছে। এর অন্যতম বাংলাদেশে তিস্তা প্রকল্পে ভারতের সহযোগিতা।

Modi 3.0: মোদীর সরকার কি পড়ে যাবে? বিশ্ব সেরা আর্থিক সংবাদপত্রের রিপোর্টে দিল্লি গরম

দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিস্তা নদীর জল বণ্টন নিয়ে আপত্তি তোলা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে চিঠি লিখে ‘ফারাক্কা-গঙ্গা জলবণ্টন চুক্তি’ নবায়ন এবং তিস্তার জলবণ্টন নিয়ে দ্বিপাক্ষিক উদ্যোগে প্রশ্ন তুললেন। চিঠিতে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার জলবণ্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনও চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে। পশ্চিমবঙ্গের মানুষের স্বার্থ নিয়ে কোনও আপস করব না।’

ভারতের সংবিধান অনুযায়ী জলের ওপর রাজ্যের অধিকার স্বীকৃত। তাই মমতার আপত্তি উপেক্ষা করে তিস্তা চুক্তি বাস্তবায়ন কার্যত সম্ভব নয় ভারতের কেন্দ্র সরকারের পক্ষে। তবে ভারত সরকার জানিয়েছে বাংলাদেশে তিস্তার জল ধরে রাখতে যে প্রকল্প তাতে সহযোগিতা করা হবে।

UK Election 2024: ব্রিটেনের মন্ত্রীর দৌড়ে বঙ্গললনা, কে তিনি? সমীক্ষায় সুনাকের পরাজয় ইঙ্গিত