UCC-র ভূয়সী প্রশংসা শত্রুঘ্নর, বললেন এবার দেশে আমিষ খাবার নিষিদ্ধ হোক!

Shatrughan Sinha Featured in Posters Across Bengal, Sparking Buzz Over ‘Laapaata Sansad’
Shatrughan Sinha Featured in Posters Across Bengal, Sparking Buzz Over ‘Laapaata Sansad’

নয়াদিল্লি: বর্ষীয়ান অভিনেতা তথা তৃণমূল কংগ্রেস সাংসদ শত্রুঘ্ন সিনহা, ইউনিফর্ম সিভিল কোড অফ উত্তরাখণ্ড অ্যাক্ট (UCC) বাস্তবায়নের ভূয়সী প্রশংসা করছেন৷ তবে এই ধরনের আইন সারা দেশে কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে বলেও মন্তব্য তাঁর। উদাহরণ হিসেবে তিনি গরুর মাংস নিষিদ্ধকরণের বিষয়টি তুলে ধরেন। তৃণমূল সাংসদ বলেন, “গরুর মাংস দেশের অনেক জায়গায় নিষিদ্ধ করা হয়েছে। আমি মনে করি, শুধু গরু নয়, সারা দেশে মাংস খাওয়া বন্ধ করা উচিত। তবে কিছু জায়গায় এখনও গরু খাওয়ার অনুমতি রয়েছে, বিশেষ করে উত্তর-পূর্ব ভারতে। সেখানে এটি গ্রহণযোগ্য, কিন্তু উত্তর ভারতে খেলে সমস্যা হয়।”

শত্রুঘ্ন আরও বলেন, “কোনও নির্দিষ্ট অংশে নয়, গোটা দেশে এক নিয়ম চালু করা উচিত।” তাঁর কথায়, “অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন প্রশংসনীয়, তবে এর কার্যকারিতা নিয়ে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এটি একটি গুরুত্বপূর্ণ আইন৷ এটি সঠিকভাবে বাস্তবায়িত করতে অনেক সামাজিক এবং সাংস্কৃতিক দিক মাথায় রাখতে হবে।”

   

তিনি আরও উল্লেখ করেন, “এ ব্যাপারে একটি সর্বদলীয় বৈঠক হওয়া উচিত, যেখানে সকল রাজনৈতিক দলের মতামত নেওয়া হবে। এটি নির্বাচন বা ভোট ব্যাঙ্ক রাজনীতির অংশ হিসেবে দেখা উচিত নয়। বরং এটি একটি আইনি পদক্ষেপ হিসেবে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করা উচিত।”

উল্লেখযোগ্য যে, ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি, উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করেছে। এই কোডের আওতায় বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, পাশাপাশি লিভ-ইন সম্পর্কের ক্ষেত্রেও নাম নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া, পুত্র-কন্যার জন্য সমান সম্পত্তির অধিকার, তালাকের সমান অধিকার এবং লিভ-ইন সম্পর্ক থেকে জন্ম নেওয়া শিশুর বৈধতা প্রদান করা হয়েছে।

শত্রুঘ্ন সিনহা মনে করেন যে, এই আইনের কার্যকরী প্রয়োগে আরও ব্যাপক আলোচনা এবং সমঝোতার প্রয়োজন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন