লোকসভার ফল প্রকাশের পর তলানিতে গেল আদানি গ্রুপের শেয়ারমূল্য

Adani Group

অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই স্টক মার্কেটে আদানি গ্রুপের শেয়ারগুলিতে বিরাট পতন দেখা গিয়েছে। বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাসের চেয়ে বিজেপি অনেক কম পরিমানে আসন লাভ করায় এই পতন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এই পতনে কিছুটা হলেও ভেঙ্গে পরেছে আদানি গ্রুপের বিনিয়োগকারীরা।

Advertisements

তবে দেখা গেছে গৌতম আদানির মালিকাধীন আদানি গ্রুপের সমস্ত শেয়ারে মঙ্গলবার ধ্বস নামে। আদানি গ্রুপের তালিকাভুক্ত আদানি পোর্টের শেয়ার কমেছে ২০ %। অন্যদিকে আদানি এনার্জি সলিউশনসের ১৯.৮০ %, আদানি পাওয়ারের ১৯.৭৬ %, অম্বুজা সিমেন্টেস ১৯.২০ % এবং আদানি এন্টারপ্রাইজের শেয়ার মূল্য ১৯.১৩ % নিম্নমুখী হয়। শুধু তাই নয় আদানি টোটাল গ্যাস ১৮.৫৫ %, আদানি গ্রিন এনার্জি ১৮.৩১ %, এনডিটিভি ১৫.৬৫ %, এসিসি ১৪.৪৯ % এবং আদানি উইলমারের শেয়ার মূল্যের পতন হয়েছে ৯.৮১ %। এই পতনে বেশ কিছুটা থমকে পড়েছে আদানি গ্রুপ।

Advertisements

তবে নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা প্রকাশিত হওয়ার পরেই বাজার খুলতেই লাফিয়ে বৃদ্ধি পায় আদানি গ্রুপের সমস্ত শেয়ারের মূল্য। আদানি পাওয়ারের শেয়ার মূল্য বৃদ্ধি পায় প্রায় ১৬ %। যার ফলে আদানি গ্রুপের দশটি সংস্থার মোট বাজার মূল্য ১৯.৪২ লক্ষ কোটিতে পৌঁছায়। কিন্তু আসল ফলাফল প্রকাশ হওয়ার পর আদানি গ্রুপের পতন দেখা দেয় যার প্রভাব পড়ে বাজারে।