Tripura: বিজেপি আমলে শিক্ষক সংকট তীব্র, নিয়োগ দাবিতে SFI আন্দোলনে ধুন্ধুমার

ত্রিপুরায় তীব্র শিক্ষক সংকট। বিজেপি জোট সরকারের আমলে একের পর এক বিদ্যালয়ে শিক্ষক নেই। বারে বারে পথে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করছে পড়ুয়ারা।…

Tripura: বিজেপি আমলে শিক্ষক সংকট তীব্র, নিয়োগ দাবিতে SFI আন্দোলনে ধুন্ধুমার

ত্রিপুরায় তীব্র শিক্ষক সংকট। বিজেপি জোট সরকারের আমলে একের পর এক বিদ্যালয়ে শিক্ষক নেই। বারে বারে পথে নেমে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করছে পড়ুয়ারা। চাই শিক্ষক দাবিতে বিক্ষোভ এই রাজ্যের সর্বত্র। অভিযোগ, বিজেপি সরকার নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে শিক্ষা ব্যবস্থার উপর আঘাত করছে। এবার শিক্ষক নিয়োগ দাবিতে আন্দোলনে ধুন্ধুমার আগরতলা।

ত্রিপুরার প্রধান বিরোধী দল সিপিআইএমের ছাত্র শাখা এসএফআই নিয়োগ দাবিতে আগরতলার বটতলায় বিক্ষোভ করে। তাদের মিছিল ও বিক্ষোভ আটকাতে পুলিশের ভূমিকায় রাজনৈতিক মহলে আলোড়ন।

বিক্ষোভে অংশ নেয় এসএফআই ও বাম উপজাতি ছাত্র সংগঠন টিএসইউ। দুই সংগঠনের সদস্যদের গ্রেফতার করার আগে পুলিশ যেভাবে বিক্ষোভ থামিয়েছে তাতে বিতর্ক প্রবল। অভিযোগ, বিজেপি সরকার চরম আমনাবিকতা দেখিয়েছে। আরও অভিযোগ, ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে গত বিধানসভা ভোটে জয়ী বিজেপি একটি প্রতিশ্রুতি পুরণ করতে পারেনি।

Advertisements

অভিযোগ উঠছে ত্রিপুরায় সাড়ে তিন হাজার টেট পাশ করা কাউকেই নিয়োগ করছে না সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ অপসারিত মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অলিখিত নির্দেশ মেনে চলছেন। বিপ্লব সরিয়ে ডা মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করেছে বিজেপি। এর পরেও শিক্ষা দফতর নিয়ে সরকারের ভূমিকায় ক্ষোভ আরও বেড়েছে। যদিও রতনলালবাবু জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়া নিয়ে সবসময় সচেষ্ট সরকার।

পশ্চিমবঙ্গের মতো অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় শিক্ষক নিয়োগ নিয়ে টানা আন্দোলন চলছে। এ রাজ্যে গত বাম জমানার পর শিক্ষা দফতর সহ সর্বত্র নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠে আসছে।