সকাল সকাল ভয়ানক পথ দুর্ঘটনা, মিনি ট্রাক-লরির সংঘর্ষে মৃত ৬

শুক্রবার সকাল সকাল দেশে মর্মান্তিক দুর্ঘটনা (Accident) ঘটে গেল। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল বহু মানুষের। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) ক্রুথিভেন্নু মণ্ডলের সীতানাপল্লি গ্রামে একটি পথ দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

Advertisements

ঘটনা প্রসঙ্গে মছলিপত্তনমের ডিএসপি সুবহানি বলেছেন, “কাঠের গুঁড়ি বহনকারী একটি ট্র্যাক্টরকে ওভারটেক করার সময় একটি মিনি ট্রাক কন্টেইনার লরিকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।” ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ঘটনার বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কীভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি। 

   

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements