Uttarpradesh: বিষাক্ত গ্যাস লিকের জেরে মৃত একাধিক

বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল একাধিক জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) কানপুরে। কানপুরের বারার মালব্য নগরে একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে উঠে তিন…

jeet win

Uttarpradesh: বিষাক্ত গ্যাস লিকের জেরে মৃত একাধিক

বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হল একাধিক জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttarpradesh) কানপুরে। কানপুরের বারার মালব্য নগরে একটি নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে উঠে তিন শ্রমিক বিষাক্ত গ্যাসের জন্য মারা যান।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সংশ্লিষ্ট থানার পুলিশ। তিনটি দেহই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, কুশল গুপ্ত নামে এক ব্যক্তই মালব্য নগরে তার বাড়ি তৈরি করছেন। এসিপি গোবিন্দ নগর বিকাশ কুমার পান্ডে বলেন, কুশলের বাড়িতে একটি সেপটিক ট্যাঙ্ক রয়েছে। শিব তিওয়ারি (২৫), অঙ্কিত পাল (২৮) এবং অমিত কুমার (২৬) রবিবার কিছু কাজ করতে সেই ট্যাঙ্কে নেমেছিলেন। এরপরেই হঠাতই শ্রমিকদের তার দম বন্ধ হতে শুরু করে। তিনজনই ট্যাঙ্কের ভেতরে পড়ে থাকে। এরপর তাঁদের উদ্ধার করেহাসপাতালে নিয়ে যায়। যেখানে চিকিৎসকরা একে একে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

   
Advertisements