দেশে ফের একবার মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। আগুনে ঝলসে মৃত্যু হল অনেক নবজাতক শিশুর। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা গিয়েছে, দিল্লির বিবেক বিহারের নিউ বর্ন বেবি কেয়ার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হলেও বেশ অনেকের মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ১২ জন শিশুকে উদ্ধার করা হয়, যার মধ্যে ৭ জন মারা গেছে, এবং ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর এমনই জানিয়েছে দিল্লির দমকল বিভাগ।
দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে যে, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকার একটি শিশু পরিচর্যা কেন্দ্রে রাত ১১টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। এরপর কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের দোতলা থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে। বর্তমানে পাঁচ শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
#UPDATE | A total of 12 children were rescued, out of which 6 have died, 1 is on the ventilator and 5 others are admitted to the hospital: Delhi Fire Service
A massive fire broke out at a New Born Baby Care Hospital in Vivek Vihar late last night. https://t.co/byEpTHfopm
— ANI (@ANI) May 26, 2024