ঘনিষ্ঠ সহযোগী গোরকে ভারতের মার্কিন রাষ্ট্রদূত করলেন ট্রাম্প, দিল্লিতে নয়া কূটনীতি

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদ বড় কূটনৈতিক পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন সার্জিয়ো গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য…

Sergio Gor US Ambassador to India

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফা মেয়াদ বড় কূটনৈতিক পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন সার্জিয়ো গোরকে ভারতের নতুন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত হিসেবে মনোনীত করেছেন। হোয়াইট হাউসের পার্সোনেল ডিরেক্টর ও ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমের অন্যতম কৌশলবিদ গোর এই মনোনয়নের মাধ্যমে হবেন নয়াদিল্লিতে ট্রাম্প প্রশাসনের ‘প্রথম সারির কণ্ঠস্বর’।

ট্রাম্পের আস্থার প্রতীক

ঘোষণার পর ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, “সার্জিয়ো বহু বছর ধরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। আমার ঐতিহাসিক নির্বাচনী প্রচারাভিযানে তিনি কাজ করেছেন, আমার বই প্রকাশ করেছেন, এমনকি আমাদের আন্দোলনকে সমর্থনকারী অন্যতম বৃহৎ সুপার প্যাকও পরিচালনা করেছেন। বিশ্বের সর্বাধিক জনবহুল অঞ্চলে আমার একজন বিশ্বস্ত দূত প্রয়োজন ছিল— আর সার্জিয়ো সেই মানুষ।”

   

ব্যাননের প্রশংসা Sergio Gor US Ambassador to India

সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা স্টিভ ব্যানন গোরের মনোনয়নকে স্বাগত জানিয়ে বলেছেন, “ভারতের জন্য এটি এক শক্তিশালী বার্তা। সার্জিয়ো হয়তো ভারতনীতি বিষয়ে গভীর অভিজ্ঞ নন, তবে তিনি দ্রুত শিক্ষাগ্রহণ করেন। সবচেয়ে বড় কথা, প্রেসিডেন্ট তাঁর উপর অনন্য আস্থা রাখেন।” ব্যাননের মতে, গোরের সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগের সুযোগ তাঁকে ভারত-মার্কিন আলোচনায় বিশেষ গুরুত্ব দেবে।

কঠিন সময়ে কূটনৈতিক বার্তা

গোরের মনোনয়নের প্রেক্ষাপটও তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভারতের ওপর ৫০% আমদানি শুল্ক কার্যকর, আর ২৮ আগস্ট থেকে রাশিয়া থেকে তেল আমদানিতে অতিরিক্ত ২৫% শুল্ক বসতে চলেছে। এই টানাপোড়েনের আবহেই নয়াদিল্লিতে গোরের অভিষেককে অনেকেই ট্রাম্পের কূটনৈতিক সংকেত হিসেবে দেখছেন। ওয়াশিংটনের এক শীর্ষ সূত্রের বক্তব্য, “সার্জিয়োর নিয়োগ মানে নয়াদিল্লি এখন সরাসরি প্রেসিডেন্টের বার্তা শুনবে।”

বিতর্কিত অথচ প্রভাবশালী

গোর দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হলেও বিতর্ক তাঁকে ছেড়ে যায়নি। ট্রাম্পবিরোধী চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে তাঁর ‘জিরো টলারেন্স’ নীতি আলোচনার জন্ম দিয়েছিল। ইলন মাস্ক পর্যন্ত তাঁকে প্রকাশ্যে ‘সাপ’ বলে কটাক্ষ করেছিলেন। তবে এই বিতর্ক সত্ত্বেও ট্রাম্পের সঙ্গে তাঁর আস্থা ও রাজনৈতিক সখ্য তাঁকে দিল্লির মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চে নিয়ে এল।

Advertisements
দায়িত্ব গ্রহণ

মনোনয়নের পর এক্স-এ গোর লিখেছেন— “প্রেসিডেন্টের আস্থা ও বিশ্বাস আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্মান। ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন হবে আমার জীবনের সবচেয়ে বড় গৌরব।”

এরিক গারসেট্টির স্থলাভিষিক্ত হবেন সার্জিয়ো গোর। ২০২৩ সালের মে মাস থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গারসেট্টি দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। গোরের অভিষেকের মাধ্যমে শুধু নয়াদিল্লি নয়, গোটা দক্ষিণ এশিয়ার প্রতি ওয়াশিংটনের কৌশলগত বার্তা আরও স্পষ্ট হল।

Bharat: Donald Trump appoints close aide Sergio Gor as the new US Ambassador to India and Special Envoy for South & Central Asia. Gor’s direct line to Trump signals a new strategic focus on India-US relations. Read about this key diplomatic move and its implications.