লোকসভা ভোটের আগে বড় চমক, কংগ্রেস ছেড়ে BJP-তে সিনিয়র নেতা

লোকসভা ভোটের আগে নতুন করে শক্তি বৃদ্ধি হল বিজেপি (BJP)-র। আজ বুধবার মুম্বইয়ে বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে এবং দলের নেতা অশোক চহ্বাণের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন প্রবীণ কংগ্রেস নেতা পদ্মকর ভালভি।

এদিকে লোকসভা ভোটের প্রাক্কালে বিজেপির জন্য এই যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছে বিশিষ্ট মহল। পদ্মকর ভালভি নন্দুরবারের শাহাদা আসনের প্রাক্তন বিধায়ক। তিনি এর আগে রাজ্যের ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এবং উত্তর মহারাষ্ট্রের কংগ্রেস পার্টির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন।

   

এর আগে অন্যান্য রাজ্যেও ধাক্কা খেয়েছে কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ঘনিষ্ঠ কংগ্রেস নেতা লালচাঁদ কাটারিয়া-সহ রাজস্থানের ৩২ জন নেতা বিজেপিতে যোগ দেন। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, বিজেপির রাজ্য সভাপতি সিপি যোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে জয়পুরে বিজেপির রাজ্য কার্যালয়ে এই নেতাদের মেগা যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন