লোকসভা ভোট মেটার কয়েকদিন পরেই বিজেপি দলে বিরাট ধাক্কা। প্রয়াত হলেন বিজেপি (BJP)-র এক বরিষ্ঠ নেতা। ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে তথা সমগ্র দেশে শোকের ছায়া বিরাজ করছে।
জানা গিয়েছে, আচমকা প্রয়াত হলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য সভাপতি প্রভাত ঝা। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব টুইট বার্তায় জানিয়েছেন, ‘প্রবীণ বিজেপি নেতা প্রভাত ঝার মৃত্যুর দুঃখজনক খবর পেলাম। বাবা মহাকাল তাঁর শ্রী চরণে বিদেহী আত্মাকে স্থান দিন এবং শোকাহত পরিবারকে এই দুঃখ সহ্য করার শক্তি দিন। মধ্যপ্রদেশের উন্নয়নে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা সর্বদা আমাদের অনুপ্রাণিত করবে। আপনার মৃত্যু রাজনৈতিক জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
মধ্যপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী তুলসীরাম সিলাওয়াত এক্স-তে লিখেছেন, “মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতি এবং প্রবীণ বিজেপি নেতা শ্রদ্ধেয় শ্রী প্রভাত ঝার মৃত্যুর খুব দুঃখজনক। ঈশ্বর তাঁর বিদেহী আত্মাকে শান্তি দিক। সেইসঙ্গে তাঁর পরিবারকে এই দুঃখের সময় কাটিয়ে ওঠার শক্তি দিক।”
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার উন্নতি না হওয়ায় ২৬ জুলাই ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রদেশ বিজেপিতে। প্রভাত ঝা আদতে বিহারের বাসিন্দা হলেও মধ্যপ্রদেশে নিজের রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন। তাঁকে বিজেপির প্রবীণ নেতাদের মধ্যে গণ্য করা হত। তিনি নিজেও সাংবাদিক ছিলেন।
প্রভাত ঝা বিজেপির অনেক গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, তিনি মধ্যপ্রদেশে বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পালন করেছেন, তিনি বিজেপির জাতীয় সহ-সভাপতিও ছিলেন। সংগঠনে প্রভাত ঝা-র শক্ত দখল রয়েছে বলে মনে করা হত।
भारतीय जनता पार्टी मध्यप्रदेश के पूर्व प्रदेशाध्यक्ष, वरिष्ठ नेता आदरणीय श्री प्रभात झा जी के निधन का अत्यंत दुखद समाचार प्राप्त हुआ।
बाबा महाकाल दिवंगत आत्मा को अपने श्री चरणों में स्थान दें एवं शोकाकुल परिजनों को इस भीषण वज्रपात को सहने की शक्ति दें।
मध्यप्रदेश के विकास में… pic.twitter.com/aSRNsOEXiN
— Dr Mohan Yadav (@DrMohanYadav51) July 26, 2024