সংসদের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, কারণ নিয়ে ধোঁয়াশা

নয়াদিল্লি: দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের৷ সেখান থেকে উদ্ধার করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কেন তিনি সংসদ…

self-immolation attempt Delhi

নয়াদিল্লি: দিল্লির সংসদ ভবনের সামনে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের৷ সেখান থেকে উদ্ধার করে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু কেন তিনি সংসদ ভবনের সামনে আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। ওই যুবকের নাম জিতেন্দ্র৷ বয়স ২৬৷ (self-immolation attempt Delhi)

নাশকতার ছক? self-immolation attempt Delhi

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দিল্লি পুলিশ ও ফরেন্সিক দল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা নিছকই আত্মহত্যার চেষ্টা নাকি নাশকতার ছক, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ওই যুবক উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। এদিনের ঘটনায় তাঁর শরীরের অনেকাংশই পুড়ে গিয়েছে। সঙ্কটজনক অবস্থায় রামমোহন লোহিয়া হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর৷ 

   

সংসদ ভবনের সামনে গায়ে আগুন self-immolation attempt Delhi

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার দুপুরে সংসদ ভবনের সামনে একটি পার্কে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। গায়ে আগুনে লাগিয়েই সংসদ ভবনের দিকে ছুটতে শুরু করেন তিনি৷ তড়িঘড়ি তাঁকে আটকানো হয়৷ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেছে পুলিশ। ঘটনাস্থল থেকে পেট্রোলও উদ্ধার করা হয়েছে।

এই ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমে বলেন, ‘‘যুবকের নাম  জিতেন্দ্র বলে জানা যাচ্ছে। তিনি উত্তরপ্রদেশের বাগপতের বাসিন্দা। সেখান থেকেই দিল্লি এসেছেন৷ গায়ে আগুন দেওয়ার পরেই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় পুলিশকর্মীরা আগুন নিভিয়ে যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ব্যক্তিগত কারণে তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক অনুমান।’’

উদ্ধার সুইসাইড নোট self-immolation attempt Delhi

ঘটনাস্থল থেকে পেট্রোল উদ্ধার করা হয়েছে৷ মিলেছে দুপাতার একটি সুইসাইড নোট৷ যদিও তার অর্ধেক অংশই আগুনে পুড়ে গিয়েছে। বাকি অংশে দেখা গিয়েছে, পুলিশের বিরুদ্ধে মুর্দাবাদ লেখা৷ দলিতদের প্রতি বঞ্চনা, অপমানের কথাও লেখা আছে তাঁর সুইসাইড নোটে৷ 

Bharat: A man attempts self-immolation in front of Delhi‘s Parliament House. He was quickly rescued and taken to the hospital. The reason behind his drastic action remains unclear, and his identity is yet to be revealed.