এবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করবে AAP, অশান্তির আশঙ্কায় ১৪৪ ধারা জারি

ফের একবার চরম পদক্ষেপ নিল আম আদমি পার্টি। এবার আপ (AAP)-এর লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছে আপ।

এদিকে আপের এহেন ঘোষণার পর দিল্লি পুলিশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের নিরাপত্তা বাড়িয়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। আসলে আম আদমি পার্টি বিক্ষোভের জন্য পুলিশের কাছ থেকে অনুমতি নেয়নি।

   

আজ সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবন ঘেরাও করার পরিকল্পনা নিয়েছে দল। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশে ও বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

দিল্লি পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর বাসভবনের চারপাশেও ১৪৪ ধারা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে এখানে কাউকে প্রতিবাদ করতে দেওয়া হবে না। দিল্লি ট্রাফিক পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আম আদমি পার্টির বিক্ষোভের প্রভাব পড়বে নয়াদিল্লি ও মধ্য দিল্লি সংলগ্ন এলাকায়।

গত ২১ মার্চ দিল্লির আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন