ছিল বড় নাশকতার ছক! এনকাউন্টারে খতম ২ নকশাল

রাইপুর: ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় নকশাল খতমে ফের নিরাপত্তা বাহিনীর মুকুটে নয়া পালক। সোমবার ঘন জঙ্গলে ঘেরা অবুঝমদ এলাকায় এনকাউন্টারে খতম হল ২ নকশাল (Naxals) বাহিনীর…

রাইপুর: ছত্তিসগড়ের নারায়ণপুর জেলায় নকশাল খতমে ফের নিরাপত্তা বাহিনীর মুকুটে নয়া পালক। সোমবার ঘন জঙ্গলে ঘেরা অবুঝমদ এলাকায় এনকাউন্টারে খতম হল ২ নকশাল (Naxals) বাহিনীর সদস্য। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র লাগোয়া অবুঝমদ এলাকার মুসফারশি জঙ্গলে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। রাতভর নকশাল বাহিনীর সদস্যদের সঙ্গে ব্যাপক গোলাগুলি চলে নিরাপত্তা বাহিনীর।

নারায়ণপুরের পুলিশ সুপার রবিনসন গুড়িয়া বলেন, “মৃত ওই দুই নকশালের এখনও পরিচয় জানা যায়নি। তবে এন্তাউন্টার-স্থল থেকে একটি AK-47 রাইফেল, বিপুল পরিমাণে বিস্ফোরক সহ আগ্নেয়াস্ত্র এবং মাওবাদী প্রচারের কিছু নথি এবং বই উদ্ধার হয়েছে”। বর্তমানে এলাকায় চিরুনি তল্লাশি জারি রয়েছে বলে জানান পুলিশ সুপার।

   

গত দুই দিন ধরে, নিরাপত্তা বাহিনী আবুঝামাদ অঞ্চলে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে তথ্য পাচ্ছিল। এর ভিত্তিতে, নারায়ণপুর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর দুটি পৃথক দল মোতায়েন করা হয়েছিল। অবুঝমদের দুর্গম ঘন জঙ্গলে এই অভিযান নিরাপত্তার বড় সাফল্য বলে মনে করছেন নারায়ণপুরের পুলিশ সুপার গুড়িয়া।

Advertisements

ঘটনাস্থল বিপুল পরিমাণে অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার ওই অঞ্চলে মাওবাদীরা যে বড় মাপের কোনও হামলার ছক কষছিল তার ইঙ্গিত বহন করছে বলে মনে করছে নিরাপত্তা বাহিনী। প্রসঙ্গত, ২০২৬-এর মধ্যে নকশালদের সমূলে উৎপাটিত করার লক্ষ্যে এগোচ্ছে নিরাপত্তা বাহিনী। চলতি বছর ছত্তিসগড়ে প্রায় ২৪৮ জন নকশাল সদস্যকে খতম করা হয়েছে বলে জানা গিয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্যের বিভিন্ন নকশাল অধ্যুষিত এলাকায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাওবাদীদের আত্মসমর্পণের কথাও সামনে উঠে আসছে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News