জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা বাহিনী বড় সাফল্য পেয়েছে। পুঞ্চের সিন্ধরা এলাকায় নিরাপত্তা বাহিনী চার জঙ্গিকে হত্যা করেছে। যৌথ অভিযানে নিরাপত্তা বাহিনী এই জঙ্গিদের হত্যা করে। ভারতীয় সেনা আধিকারিক জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রথম এনকাউন্টার হয় গত রাত সাড়ে ১১টার দিকে। এরপর ওই এলাকায় নজরদারি সরঞ্জামসহ ড্রোন মোতায়েন করা হয়।
J&K | Four terrorists have been killed by the security forces in a joint operation in the Sindhara area of Poonch. The first engagement between security forces took place at around 11:30 pm yesterday after which drones were deployed along with other night surveillance equipment.…
— ANI (@ANI) July 18, 2023
আজ, মঙ্গলবার সকালে আবারও নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ব্যাপক গুলিবর্ষণ হয়। ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী, জাতীয় রাইফেলস এবং জম্মু ও কাশ্মীর পুলিশের সদস্যরা এই যৌথ অভিযানে অংশ নেন। এনকাউন্টারে নিহত জঙ্গিরা বিদেশী জঙ্গি এবং তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে।