আগামী ৬ জুলাই অবধি বন্ধ থাকবে সব স্কুল, নির্দেশিকা জারি

আগামী ৬ জুলাই বন্ধ থাকবে সব স্কুল (School Closed)। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সহ একের পর এক রাজ্য। বৃষ্টির এতটাই দাপট যে রাজ্যে রাজ্যে বন্ধ…

আগামী ৬ জুলাই বন্ধ থাকবে সব স্কুল (School Closed)। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সহ একের পর এক রাজ্য। বৃষ্টির এতটাই দাপট যে রাজ্যে রাজ্যে বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। এবার উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল ৬ জুলাই পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার ডিএম কৃষ্ণ করুণেশ স্কুল বন্ধের বিষয়ে নির্দেশিকা জারি করেছেন। প্রসঙ্গত, ৩ থেকে ৬ জুলাইয়ের মধ্যে জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে জেলাশাসক সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। সীতাপুর জেলায় অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল ৪ জুলাই বন্ধ থাকবে। অতিরিক্ত বৃষ্টিপাত ও স্কুলগুলিতে জলাবদ্ধতার কথা মাথায় রেখে নিরাপত্তার দিক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত থাকবেন। সীতাপুর জেলায় গত দু’দিন ধরে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে।

   

গোরক্ষপুরের জেলাশাসক তাঁর নির্দেশে বলেছেন, “লখনউয়ের আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস বুলেটিন অনুসারে, ৩ থেকে ৬ জুলাই পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস ও পরামর্শের ভিত্তিতে, গত দুই দিনে জেলায় মোট ১২৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। জেলার বহু জায়গায় এখনও বৃষ্টি অব্যাহত রয়েছে। এসব বিবেচনায় রেখে জেলার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব স্কুল আগামী ৬ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। গভীর রাত থেকে বৃষ্টির জেরে বিপর্যস্ত গোরক্ষপুরে স্বাভাবিক জনজীবন। গভীর রাত থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি গরমের হাত থেকে মানুষকে স্বস্তি দিলেও শহরাঞ্চলের বৃষ্টি অস্বস্তিতে ফেলেছে পুরসভাকেও। অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পুরসভার টিম প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে।”