প্রধানমন্ত্রী মোদীর ১০০তম ‘মন কী বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠান শুনতে না আসায় স্কুলের পড়ুয়াদের জরিমানা করেছে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের একটি স্কুল।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল, রবিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’-এর ১০০তম পর্ব সম্প্রচারিত হয়েছে। তা শোনার ব্যবস্থা করেছিল উত্তরাখণ্ডের একাধিক স্কুল।
খবর অনুযায়ী, সেই অনুষ্ঠান শুনতে না আসায় পড়ুয়াদের ১০০ টাকা করে জরিমানা করেছে জিআরডি নিরঞ্জনপুর একাডেমি। সংবাদ সূত্রে খবর, জরিমানা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছিল কর্তৃপক্ষের তরফে। তাতেই বিতর্ক শুরু হয়।
এই ইস্যুতে সরব হয়েছেন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর পেরেন্টস অ্যান্ড স্টুডেন্ট রাইটস-এর জাতীয় সভাপতি আরিফ খান। ইতিমধ্যেই, স্কুলকে নোটিশ জারি করে তিন দিনের মধ্যে এর জবাব চেয়েছে শিক্ষা বিভাগ।
সংবাদ সংস্থা IANS-কে আরিফ খান বলেন, ‘রবিবার, মন কী বাত অনুষ্ঠানের জন্য স্কুলে না আসা শিশুদের ১০০ টাকা জরিমানা আনতে বা মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার আদেশ জারি করেছে দেরাদুনের জিআরডি নিরঞ্জনপুর একাডেমি। এই আদেশের স্ক্রিনশটও দেখিয়েছেন অভিভাবকরা।’
প্রধান শিক্ষা আধিকারিক প্রদীপ কুমার বলেন, ‘স্কুলকে এই জরিমানার কারণ জানতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। স্কুল যদি তিন দিনের মধ্যে উত্তর না জানালে, বোঝা যাবে যে স্কুলের তরফে ছাত্রদের কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল।’