আগস্ট মাসে টানা ছুটি থাকবে স্কুল, পোয়া বারো পড়ুয়াদের

নতুন মাসেই পোয়া বারো হতে চলেছে স্কুল পড়ুয়াদের। কারণ নতুন মাস অর্থাৎ আগস্ট মাসে এক টানা বেশ কিছুদিন স্কুল ছুটি (School Holidays) থাকবে। হ্যাঁ ঠিকই…

নতুন মাসেই পোয়া বারো হতে চলেছে স্কুল পড়ুয়াদের। কারণ নতুন মাস অর্থাৎ আগস্ট মাসে এক টানা বেশ কিছুদিন স্কুল ছুটি (School Holidays) থাকবে। হ্যাঁ ঠিকই শুনেছেন। 

রাত পোহালেই আগস্ট মাস পড়ে যাচ্ছে। স্কুল ছুটি থাকুক সেটা কোন পড়ুয়াই না চায়। এর পরিপ্রেক্ষিতে এখন হলিডে ক্যালেন্ডার ২০২৪ প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা সেই অনুযায়ী তাদের পরবর্তী সময়সূচি নির্ধারণ করতে পারেন। আগস্ট মাসে আপনিও আপনার বাচ্চাদের সঙ্গে করে কোথাও ঘুরে আসতে পারেন, কারণ এ মাসে অনেক ছুটি রয়েছে। তাহলো আসুন জেনে নেওয়া যাক সারা দেশের স্কুলগুলির কোন তারিখগুলি ছুটি থাকবে।

১) আগস্ট মাসে ৪টি রবিবার থাকবে- ৪ আগস্ট, ১১ আগস্ট, ১৮ আগস্ট এবং ২৫ আগস্ট। আর রবিবার সব স্কুলই ছুটি থাকে। 
২) ১৫ আগস্ট স্বাধীনতা দিবস, পার্সি নববর্ষ উপলক্ষে স্কুলগুলিতে ছুটি থাকবে।
৩) ১৯ অগাস্ট রাখি বন্ধন উপলক্ষে দেশের স্কুলগুলিতে ছুটি থাকবে।
৪) এছাড়া ২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষে স্কুলগুলিতে ছুটি থাকবে।
সুতরাং, ৪ রবিবার এবং ৩টি উৎসব উপলক্ষে আগস্ট মাসে বেশ অনেক দিনই স্কুল ছুটি থাকবে।

Advertisements

উৎসব ছাড়াও আগস্ট মাসে কিছু গুরুত্বপূর্ণ দিনও পালিত হয়। এর মধ্যে ২ আগস্ট স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি ভেঙ্কাইয়া, ৬ আগস্ট হিরোশিমা দিবস, ৮ আগস্ট ভারত ছাড়ো আন্দোলন দিবস, ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস, ২৬ আগস্ট নারী সমতা দিবস এবং ২৯ আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়।