তুমুল বৃষ্টির কারণে শুক্রবার বন্ধ সমস্ত স্কুল-কলেজ, জারি বিজ্ঞপ্তি

মুম্বই: তুমুল বৃষ্টির জেরে শুক্রবার স্কুল-কলেজ (School Closed) বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এবং থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন। অভিভাবক…

school-students

মুম্বই: তুমুল বৃষ্টির জেরে শুক্রবার স্কুল-কলেজ (School Closed) বন্ধ থাকবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানিয়েছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) এবং থানে মিউনিসিপ্যাল কর্পোরেশন। অভিভাবক এবং পড়ুয়াদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারী বৃষ্টিপাতের মধ্যেই আইএমডি লাল সতর্কতা জারি করেছে। ২৬ জুলাই পর্যন্ত মুম্বই, পালঘর, থানে এবং সিন্ধুদুর্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আইএমডির বিজ্ঞপ্তির কারণেই বৃহন্মুম্বই পৌর কর্পোরেশন মুম্বইয়ের সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছে। পুরসভার তরফে স্কুলগুলির অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আর্জিও জানানো হয়েছে।

   

একই ভাবে থানে মিউনিসিপ্যাল কর্পোরেশনও জানিয়ে দিয়েছে, ভারী বৃষ্টিপাতের সতর্কতার কারণে আগামী কাল ২৬ জুলাই থানেতে স্কুল-কলেজ বন্ধ থাকবে। এদিকে ভারী বৃষ্টির মধ্যে থানে জেলার বারভি বাঁধে ঢুকে দু’জন ভেসে গিয়েছেন। ডোঙ্গারনহাভের বাসিন্দা গণেশ চিন্দু কেন (৩৫) এবং দুধলেপাড়ার শাস্ত্রী নগরের বাসিন্দা জ্ঞানেশ্বর বুধাজি গোন্ধালি (৩৫) ভেসে গিয়েছেন।

বন্যায় বিপর্যস্ত মহারাষ্ট্র, সেনা নামিয়ে চলছে উদ্ধারকাজ

আশঙ্কা করা হচ্ছে, তাঁদের দু’জনেরই মৃত্যু হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিকের কথায়, ভারী বৃষ্টির মধ্যে কীভাবে ওনারা বাঁধে নামলেন তা জানা যায়নি। ভারী বৃষ্টির জেরে বানভাসি মুম্বই। কোথাও হাঁটুসমান জল, কোথাও গোড়ালি ডুবে যাচ্ছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। এয়ার ইন্ডিয়ার তরফে যাত্রীদের জানানো হয়, তাঁরা যেন নির্ধারিত সময়ের অনেক আগেই বিমানবন্দরে হাজির হন।

শুধু থানে বা মুম্বইই নয়, গত কয়েক দিনের নাগাড়ে বৃষ্টিতে ভাসছে পুনে এবং সংলগ্ন কোলাপুরের বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনও পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। পুনেতে আপাতত মোতায়েন করা হয়েছে এনডিআরএফের তিনটি দল। দমকলের কর্মীরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছে। আগামী ৪৮ ঘণ্টা পুনের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ রাখা হয়েছে।

প্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?