তিরুঅনন্তপূরম: নতুন করে কেরলে শুরু হিজাব বিতর্ক (Hijab Row)। যার জেরে সপ্তাহের প্রথম দু-দিন ছুটি ঘোষণা করতে হল কেরলের একটি স্কুলকে। জানা গিয়েছে, কোচির পল্লুরুথিতে অবস্থিত সেন্ট রিটা’স পাবলিক স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে হিজাব (Hijab Row) পরতে বাধা দেওয়া হয়।
কারণ হিসেবে বলা হয়, এটি স্কুলের নির্ধারিত ইউনিফর্মের বিরুদ্ধে। ছাত্রীর পরিবারের অভিযোগ, হিজাব পড়ায় তাঁদের মেয়েকে হেনস্থা করে স্কুল কর্তৃপক্ষ। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষের দাবী, এতদিন ওই ছাত্রী স্কুলের নির্ধারিত পোশাক পরেই আস্ত।
কিন্তু সম্প্রতি সে হিজাব পরে আসা শুরু করে। এটি স্কুলের নিয়ম লঙ্ঘন। তাই ছাত্রীটিকে হিজাব পরে আসতে বারণ করা হয়। কিন্তু তা সত্ত্বেও কর্তৃপক্ষের কথা শোনেনি ওই ছাত্রী। ঘটনার নিষ্পত্তি করতে ছাত্রীটিকে একজন শিক্ষকের সঙ্গে স্কুলের কনফারেন্স রুমে বসতে বলা হয়। কিন্তু পরবর্তীতে ছাত্রীর অভিভাবকরা সাফ জানিয়ে দেন যে হিজাব বাদ দেওয়া যাবে না।
ঘটনার নিরিখে কিছু অজ্ঞাতপরিচয় ব্যক্তি স্কুলে এসে সমস্যা তৈরি করার চেষ্টা করেন বলে অভিযোগ। এর ফলে অনেক ছাত্রছাত্রীর পাশাপাশি কিছু শিক্ষকের উপরও চাপ তৈরি হয়। স্কুলের দৈনন্দিন পাঠ্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় তাই সোম এবং মঙ্গলবার দুই দিনের ছুটি ঘোষণা করে কোচির পল্লুরুথিতে অবস্থিত সেন্ট রিটা’স পাবলিক স্কুলের অধ্যক্ষ সিস্টার হেলিনা অ্যালবি।
সরকারের দ্বারস্থ হতে চলেছে ছাত্রীর পরিবার
এই ঘটনা নিয়ে সরকারের কাছে অভিযোগ জানাতে চলেছেন বলে জানিয়েছে ছাত্রীর পরিবার। অন্যদিকে, স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে ভর্তির সময় সমস্ত শিক্ষার্থী এবং অভিভাবকদের জানানো হয়েছিল যে স্কুলের ইউনিফর্ম অনুসরণ করা বাধ্যতামূলক এবং সবাই তাতে সম্মতি জানিয়েছিলেন।