HomeBharatশুরু উৎসবের মরসুম, সেপ্টেম্বরে কবে কবে স্কুল-কলেজ ছুটি?

শুরু উৎসবের মরসুম, সেপ্টেম্বরে কবে কবে স্কুল-কলেজ ছুটি?

- Advertisement -

সেপ্টেম্বর মাস মানেই স্কুল পড়ুয়া বাচ্চাদের কাছে খুশির হাওয়া। দুয়ারে অএকাধিক উৎসব। আনন্দ আর আনন্দ। দেদার ছুটি। ছুটির নির্ধারিত তালিকা অনুসারে, আসন্ন সেপ্টেম্বরে স্কুলে-কলেজে সাপ্তাহিক ছুটির পাশাপাশি বেশ কিছু উপরি ছুটি থাকবে। তাই মাস পড়তে না পড়তেই দেখা শুরু হয়ে যায় ছুটির তালিকা। সেপ্টেম্বর মাসে রয়েছে মাসে ৫টি রবিবার। থাকবে গণেশ চতুর্থীর মত উৎসব যা প্রায় গোটা দেশেই ধুমধামের সঙ্গে পালিত হয়ে থাকে। রয়েছে ওনাম উৎসবও।

সেপ্টেম্বর মাসের ছুটিতে আরও একটি আকর্ষণ হতে চলেছে লং উইকেন্ড। সেপ্টেম্বর মাসে, ৩য় রবিবার ছুটি থাকবে। আবার ছুটি থাকবে তার পরের দিন সোমবারও। অতএব চাইলে একটা ছোট্ট বেড়ানোর পরিকল্পনা কেউ অনায়াসেই করতে পারেন।

   

একনজরে চলতি বছর সেপ্টেম্বরের স্কুল ছুটির তালিকা- (যদিও ছুটির তালিকা এবং দিনের সংখ্যা রাজ্য ব্যতিরেকে পরিবর্তিত হবে)

সেপ্টেম্বরের জন্য দেশের স্কুলগুলির ছুটির তালিকা সম্পূর্ণ প্রকাশিত হয়েছে। এই তালিকা কেন্দ্রীয় সরকারের শিক্ষা নির্দেশিকা মোতাবেক। তবে এগুলি ছাড়াও কিছু স্থানীয় ছুটি বা এলাকাভিত্তিক ছুটি থাকে যা নির্দিষ্ট স্কুলের ডাইরিতে নথিবদ্ধ থাকে। স্কুল বিশেষেও ছুটির তালিকায় কিছু তারতম্য হয়ে থাকে।

শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪ গণেশ চতুর্থী
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ওনাম উৎসব
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ থিরুভোনাম
সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ইদে মিলাদ

উপরক্ত ছুটির তালিকার কয়েকটি ছুটি দেশভর পালিত হয় না। আবার এগুলি ছাড়াও স্থানীয় কিছু ছুটি যুক্ত হতে পারে স্থান বিশেষে ও স্কুল বিশেষে। তাই ছুটির চূড়ান্ত তালিকাটি দেখতে অবশ্যই আপনাকে ছাত্র ছাত্রীদের স্কুল ডাইরির ছুটির তালিকা মিলিয়ে নিতে হবে।

স্কুলের শিক্ষার্থীরা প্রতি বছর গ্রীষ্ম এবং শীতকালীন ছুটির জন্য আগ্রহের সঙ্গে প্রত্যাশা করে থাকে, কিন্তু এর বাইরেও সারা বছর ধরে অনেকগুলি ছুটি পালন করা হয় দেশে। জাতীয় ছুটির দিনগুলি সর্বজনীনভাবে ভারতের সমস্ত স্কুল দ্বারা পালন করা হয়। তবে এগুলি ছাড়াও, কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে স্কুলগুলিতে অন্যান্য সাধারণ ছুটিও পালন করা হয়।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular