১৪০০০ কোটি টাকার কেলেঙ্কারি! ফাঁস রাজ্য সরকারের নতুন দুর্নীতি

লোকসভা ভোটের ফল বেরোনোর পর দু’মাসও পেরোয়নি। এরই মধ্যে ফাঁস হল নতুন এক কেলেঙ্কারি। কংগ্রেস শাসিত কর্নাটকের (Karnataka) বিরুদ্ধে ১৪০০০ কোটির কেলেঙ্কারির অভিযোগ তুললেন জাতীয়…

Money

লোকসভা ভোটের ফল বেরোনোর পর দু’মাসও পেরোয়নি। এরই মধ্যে ফাঁস হল নতুন এক কেলেঙ্কারি। কংগ্রেস শাসিত কর্নাটকের (Karnataka) বিরুদ্ধে ১৪০০০ কোটির কেলেঙ্কারির অভিযোগ তুললেন জাতীয় তফসিলি জাতি কমিশনের (এনসিএসসি) চেয়ারপার্সন কিশোর মাকওয়ানা।

ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাকওয়ানা বলেন, কর্নাটক সরকার তফসিলি জাতিদের কল্যাণে বরাদ্দ তহবিলের অপব্যবহার করেছে। তহবিলগুলি অন্য কোনও উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা সংবিধান বিরোধী। আমরা চাই এই তহবিল তফসিলি জাতির কল্যাণে ব্যবহার করা হোক। আমরা কর্নাটক সরকারকে নোটিস জারি করেছি এবং সাত দিনের মধ্যে তাদের জবাব চেয়েছি।

   

পাঁচটি গ্যারান্টি প্রকল্প পূরণের জন্য তফসিলি জাতি ও উপজাতি কল্যাণ পরিকল্পনা থেকে তহবিল সরিয়ে নেওয়ার অভিযোগে কর্নাটক সরকারকে নোটিশ জারি করেছে এনসিএসসি।

বীভৎস, ৮ বছরের খুদেকে গণধর্ষণ করে খুন, কাঠগড়ায় স্কুলেরই তিন ‘দাদা’!

সম্প্রতি একটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়, দক্ষিণের এই রাজ্যে তফসিলি জাতি সাব প্ল্যান (এসসিএসপি) এবং উপজাতি উপ-পরিকল্পনা (টিএসপি) তহবিল অন্যত্র সরানোর চেষ্টা চলছে। সেই রিপোর্ট প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই কর্নাটক সরকারকে নোটিস দিল জাতীয় তফসিলি জাতি কমিশন।

এই নোটিসের প্রেক্ষিতে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, আইন মেনেই সবকিছু করা হচ্ছে এবং এতে কোনও ভুল নেই। সাংবাদিক উদ্দেশ্যে তিনি বলেন, আমরা রাজ্যে একটি আইন তৈরি করেছি যে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য ব্যয় করা হবে। এতে দোষের কিছু নেই। এর আগে অন্ধ্র প্রদেশও একই ধরনের আইন এনেছিল।

নীতিশ-নাইডুর বেপরোয়া ‘তোলাবাজি’তে বাজেটের আগেই চোখে সরষে-ফুল মোদীর?