কেন রুজিরাকে বিমানবন্দরে আটকানো হচ্ছে : সুপ্রিম কোর্ট

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন রুজিরাকে বিমানবন্দরে আটকানো হচ্ছে তা…

Rujira-banerjee

কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি ইস্যুতে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন রুজিরাকে বিমানবন্দরে আটকানো হচ্ছে তা নিয়েও শীর্ষ আদালতের তরফে প্রশ্ন তোলা হয়েছে।

Advertisements

গত ৫ জুন কলকাতা বিমানবন্দরে আটকানো হয় তৃ়ণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরাকে। দুবাই যাওয়ার পথে রুজিরাকে আটকানো হয় বিমানবন্দরে। কলকাতা বিমান বন্দরের ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে রুজিরাকে আটকে দেন অভিবাসন কর্মীরা। বলা হয় তিনি বিদেশে যেতে পারবেন না। জানা গেছিল তিনি দুবাই যাচ্ছিলেন। এর পর বলা হয় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ আছে।

   

থাইল্যান্ডের নাগরিক ও ভারতীয় বংশজাত রুজিরা বিবাহসূত্রে তৃ়ণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্ত্রী। ইডির একটি মামলায় তাঁর নামে লুক আউট সার্কুলার নোটিশ রয়েছে, তাই তিনি বিদেশ যেতে পারবেন না বলে জানানো হয়।