HomeBharatBLO আত্মহত্যায় উদ্বেগ: SIR ডিউটিতে বাড়তি সহায়তার নির্দেশ সুপ্রিম কোর্টের

BLO আত্মহত্যায় উদ্বেগ: SIR ডিউটিতে বাড়তি সহায়তার নির্দেশ সুপ্রিম কোর্টের

- Advertisement -

বুথ লেভেল অফিসার (BLO)–দের ওপর ক্রমবর্ধমান চাপ, এমনকি আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় জড়িত কর্মীদের সুরক্ষা ও স্বস্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি–র ডিভিশন বেঞ্চ জানায়—রাজ্য সরকারগুলি চাইলে BLO–দের কাজে সহায়তার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করতে পারে।

বেঞ্চের পর্যবেক্ষণ, রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে নিযুক্ত কর্মীদের আইন অনুযায়ী SIR-সহ বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালন করতেই হয়। কিন্তু বাস্তবে অনেক BLO–ই নিয়মিত দায়িত্বের পাশাপাশি SIR কাজ করতে গিয়ে চরম চাপের মুখে পড়ছেন।

   

অতিরিক্ত কর্মী নিয়োগের পরামর্শ

আদালত জানায়, যদি BLO–দের ওপর কাজের চাপ বেড়ে যায়, রাজ্য সরকারগুলি সহায়ক কর্মী পাঠানোর বিষয়ে বিবেচনা করতে পারে। এতে কাজের সময় কমবে, এবং অতিরিক্ত মানসিক চাপও হ্রাস পাবে।

একইসঙ্গে বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেয়—কোনও কর্মী যদি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে ছাড় চান, রাজ্য সে আবেদন বিবেচনা করবে। তবে কোনও কর্মীকে সরাতে হলে তাঁর বদলি কর্মী নিয়োগ করতেই হবে। কারণ, ECI–র কাজ নির্বিঘ্নে চালাতে পর্যাপ্ত জনবল নিশ্চিত করা রাজ্যেরই দায়িত্ব।

এক্স-গ্রেশিয়া নিয়ে ভবিষ্যতে শুনানি SC Directs States on BLO Workload

SIR ডিউটির সময় মৃত BLO–দের পরিবারকে এক্স-গ্রেশিয়া ক্ষতিপূরণ দেওয়ার আবেদনও আদালতে ওঠে। বেঞ্চ জানায়—এ ধরনের আবেদন পরে পৃথকভাবে শোনা হতে পারে।

Vijay-র দল TVK–র আবেদনেই শুনানি

এই মামলাটি উঠে আসে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর আবেদনের ভিত্তিতে। তাঁদের দাবি, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্টের ৩২ নম্বর ধারায় জারি করা কড়া পদক্ষেপ বন্ধ করা হোক। আবেদনে বলা হয়, উত্তরপ্রদেশে নাকি একাধিক BLO–র বিরুদ্ধে FIR হয়েছে।

সিনিয়র অ্যাডভোকেট গোপাল শঙ্করনারায়ণন আদালতে জানান—অনেক BLO–ই স্কুলশিক্ষক বা আঙ্গনওয়াড়ি কর্মী। দিনের ডিউটি শেষে রাত তিনটে পর্যন্ত SIR কাজ করতে হচ্ছে। কোথাও কোথাও নাকি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে, যা মানসিকভাবে ভেঙে ফেলছে অনেককে।

ECI–র দাবি ও আদালতের অবস্থান

সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল আদালতে বলেন, UP–তে এক মাসে SIR শেষ করার সময়সীমাই বোঝার বাইরে। এতে BLO–দের ওপর অস্বাভাবিক চাপ পড়ছে।

ECI–র পক্ষ থেকে সিনিয়র অ্যাডভোকেট মানিন্দর সিংহ জানান—শুধুমাত্র দায়িত্ব পালনে অনীহা দেখা দিলে তবেই ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবশেষে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দেয়, SIR প্রক্রিয়া চলবেই, কারণ এটি ভোটার তালিকা সংশোধনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তবে BLO–দের ওপর চাপ কমাতে রাজ্যকে পর্যাপ্ত জনবল, সহায়ক পরিবেশ এবং যুক্তিসঙ্গত ছাড়ের ব্যবস্থা নিশ্চিত করতেই হবে।

রাজ্যগুলির সমন্বিত উদ্যোগেই নির্বাচন কমিশনের কাজ নির্বিঘ্নে চলবে—এই বার্তাই দিল দেশের সর্বোচ্চ আদালত।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular