কলকাতা: দিল্লি থেকে কলকাতা গামী বিমানে “হর হর মহাদেব”, “সবাই বলুন জয় শ্রী রাম” ধ্বনি তুলে বিতর্কের মুখে আইনজীবী। সোমবার দিল্লি থেকে কলকাতা আসছিল ইন্ডিগোর 6E 6571 বিমানটি। নরম পানীয়ের বোতলে মদ নিয়ে বিমানে চড়েন ৩১ডি সিটের ওই যাত্রী। মাত্রাতিরিক্ত মদ্যপান করে বিমানকর্মী এবং অন্যান্য যাত্রীদের তিনি বিরক্ত করেন বলে অভিযোগ।
প্রায় ৩০ মিনিট বিমানটি পার্কিং বে-তে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ তিনি “হর হর মহাদেব” ধ্বনি তুলে অন্যান্য যাত্রীদের “জয় শ্রী রাম” উচ্চারণ করতে বলেন বলে জানা গিয়েছে। নরম পানীয়ের বোতলে কি আছে জানতে চাইলে এক বিমানকর্মীকে কু-মন্তব্যও করেন বলে অভিযোগ। ঘটনার পর একটি বিবৃতি দিয়ে ইন্ডিগোর তরফে বলা হয়, গত ১ সেপ্টেম্বর দিল্লি থেকে কলকাতা-গামী বিমান 6E 6571 তে এক যাত্রী মদ্যপ অবস্থায় অন্যান্য যাত্রী সহ বিমানের ক্রুয়ের সঙ্গে আপত্তিজনক আচরণ করেছেন। অবতরণের পরই ওই যাত্রীকে নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে।”
সেইসঙ্গে বিমান কর্তৃপক্ষ এবং যাত্রী উভয়ের দ্বারাই ওই আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে বিমানসংস্থা সূত্রে খবর। উল্লেখ্য, যাত্রী এবং ক্রু-য়ের নিরাপত্তা, সম্মানের খাতিরে ইন্ডিগো কোনোরকম অপ্রীতিকর এবং প্ররোচনামূলক আচরণের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অবলম্বন করে। 6E 6571 বিমানটি নেতাজি সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সঙ্গে সঙ্গেই অভিযুক্ত ব্যক্তিকে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।