সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি: ভারতের নিরাপত্তায় প্রভাব কতখানি?

কলকাতা: সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু পাকিস্তানের কৌশলগত…

Saudi Pakistan defense pact

কলকাতা: সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি নিয়ে কূটনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র আলোড়ন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই চুক্তি শুধু পাকিস্তানের কৌশলগত আত্মবিশ্বাস বাড়াবে না, ভারতের নিরাপত্তা হিসেবনিকেশেও বড়সড় পরিবর্তন আনতে বাধ্য করবে।

ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ও খ্যাতনামা ভূরাজনৈতিক বিশ্লেষক ইয়ান ব্রেমার ইন্ডিয়া টুডে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, “ভারতের জন্য এ এক নতুন বাস্তবতা। সীমান্তে পাকিস্তানের সঙ্গে চলা গুরুতর নিরাপত্তা সমস্যার প্রেক্ষিতে এই চুক্তি নিঃসন্দেহে পরিস্থিতিকে বদলে দেবে।”

   

চুক্তির মূল দিক

রিয়াধ সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপস্থিতিতেই চুক্তি স্বাক্ষরিত হয়। ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’-এ স্পষ্ট করে বলা হয়েছে, সৌদি আরব বা পাকিস্তানের যেকোনো এক দেশের ওপর আক্রমণ হলে তা উভয়ের ওপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে। কূটনৈতিক সূত্রে জানা যাচ্ছে, প্রয়োজনে পাকিস্তানের পরমাণু ক্ষমতাকেও সৌদির প্রতিরক্ষা কাঠামোর অংশ হিসেবে ধরা হবে।

পুরনো সম্পর্কের নতুন রূপ Saudi Pakistan defense pact

ব্রেমারের মতে, এই চুক্তি রিয়াধ–ইসলামাবাদ সম্পর্কের দীর্ঘ ইতিহাসকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে। তিনি বলেন, “পাকিস্তানের প্রধান মিত্র এখনও চীন, সেখান থেকেই তারা সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য পায়। কিন্তু এখন তারা নতুন সম্পর্কও গড়ে তুলছে। ট্রাম্প পরিবারের সঙ্গে বিনিয়োগ ও আর্থিক যোগসূত্র ইসলামাবাদকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে।”

Advertisements

তিনি আরও মনে করিয়ে দেন, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে সৌদি আরবের আর্থিক সহায়তা বহুদিনের গোপন তথ্য। “অনেক আগে থেকেই সৌদি আরব সংকটকালে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতাকে নিজের জরুরি ভরসা হিসেবে দেখেছে। তবে এবার প্রথমবারের মতো সেটি প্রকাশ্যে আনল।”

সৌদির কৌশলগত বার্তা

ব্রেমারের বক্তব্যে স্পষ্ট, রিয়াধ এখন এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল থাকতে চাইছে না। সাম্প্রতিক কাতার হামলায় ইসরায়েলের ভূমিকায় ওয়াশিংটনের নীরব প্রতিক্রিয়া সৌদি অসন্তোষ বাড়িয়েছে। ফলে, নিজেদের নিরাপত্তার জন্য সৌদি আরব একাধিক মিত্রের দিকে ঝুঁকছে।

ভারতের প্রতিক্রিয়া

চুক্তির প্রভাব নিয়ে ভারতও সতর্ক অবস্থান নিয়েছে। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক অটুট থাকলেও, দেশের নিরাপত্তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপই নেওয়া হবে।

এই নতুন সমীকরণে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য কোন দিকে যায়, তা এখন সময়ই বলে দেবে।