‘নতুন সংসদ ভবন ফাইভ স্টার জেলখানা’, ভোটের আগে বোমা ফাটালেন সাংসদ

ফের কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। লোকসভা ভোটের আগে তিনি নতুন সংসদ ভবনকে…

Sanjay Raut

ফের কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। লোকসভা ভোটের আগে তিনি নতুন সংসদ ভবনকে ফাইভ স্টার জেলখানা বললেন।

লোকসভা ভোটের উত্তাপের মধ্যেই বিতর্কিত মন্তব্য করলেন শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর প্রভাবশালী নেতা সঞ্জয় রাউত। এই বক্তব্যের পর রাজনৈতিক চাপানউতোর আরেক দফা বেড়েছে। বস্তুত, ২৯ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত নতুন সংসদ ভবনকে পাঁচতারা কারাগারের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ‘নতুন সংসদ পাঁচতারা কারাগারের মতো, যেখানে আপনি কাজ করতে পারবেন না। যখন আমরা সরকার গঠন করব, আমরা আমাদের ঐতিহাসিক (পুরনো সংসদে) থেকে সংসদের অধিবেশন শুরু করব। ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর ৪০০ এর পরিবর্তে ৬০০ লক্ষ্য নির্ধারণ করা উচিত। ২০১৪ সালের আগে শরদ পাওয়ার যখন কৃষিমন্ত্রী ছিলেন, তখন তিনি ভারতের ইতিহাসে অন্যতম সেরা কৃষিমন্ত্রী ছিলেন।’

   

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিষাণ সম্মান নিধি এবং মহারাষ্ট্র রাজ্য নমো শেতকারি সম্মান যোজনার আওতায় কৃষকদের বার্ষিক ১২,০০০ টাকা ঋণ বিতরণ করেন। এদিকে প্রধানমন্ত্রী মোদীর ইয়াভাতমলের সমাবেশকেও আক্রমণ করেন সঞ্জয় রাউত।

Advertisements

 

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News