নীতীশ-চন্দ্রবাবুকে নিলে সরকারের পতন অবধারিত, ভবিষ্যৎবাণী সঞ্জয় রাউতের

ভোট গণনার পরের দিনই বিরাট মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি জানিয়ে দিলেন, দুজন মানুষের জন্য যে কোনও মুহূর্তে…

ভোট গণনার পরের দিনই বিরাট মন্তব্য করে শোরগোল ফেলে দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)। তিনি জানিয়ে দিলেন, দুজন মানুষের জন্য যে কোনও মুহূর্তে নতুন সরকার পড়ে যেতে পারে।

আজ বুধবার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর নেতা সঞ্জয় রাউত বলেন, ‘২৪-এর ভোটে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারা ওই ২৩৫-২৪০-এর কাছাকাছি আসন পেয়ে। মোদী কি সরকার আনার কথা বলছেন তাঁরা। কিন্তু কোথায় মোদী সরকার? চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার এই দুই স্তম্ভের সমর্থন নিয়ে এনডিএ সরকার গঠিত হলে যে কোনও সময় সরকারের পতন হতে পারে।’

   

তিনি আরও বলেন, ‘মানুষের শ্রদ্ধা হারিয়েছে বিজেপি। আমরা এমন প্রধানমন্ত্রী চাই না, যিনি সম্মান হারিয়েছেন। মোদী ব্র্যান্ড শেষ… বিজেপি যে আসনগুলি জিতেছে সেগুলি সবই ইডি, সিবিআই এবং আয়কর দফতরের কারণে। তাঁরা যদি সরকার গঠন করতে চায়, তাহলে করতে দেওয়া হোক। আমরা এটাকে স্বাগত জানাই কারণ এটি একটি গণতন্ত্র। তাদের সরকার গঠনের অধিকার আছে। কিন্তু আমাদের কাছেও প্রয়োজনীয় সংখ্যা আছে… জনগণ আমাদের ২৫০টি আসন দিয়েছে এবং আমাদের সরকার গঠনের ক্ষমতা রয়েছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার যদি সিদ্ধান্ত নেন যে তাঁরা স্বৈরশাসককে সমর্থন করতে চান না এবং গণতন্ত্রের পাশে দাঁড়াতে চান না, তাহলে তাঁরা কী করবেন?’  

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল বেরিয়ে গিয়েছে। তৃতীয়বারের মতো কেন্দ্রে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-র সরকার গঠন হতে চলেছে। এনডিএ জোট পেয়েছে ২৯২টি আসন। তবে বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতার (২৭২) সংখ্যা ছুঁতে পারেনি এবং ২৪০টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। বিরোধী ইন্ডি ব্লক পেয়েছে ২৩৪টি আসন।