মুম্বইয়ে গণতন্ত্র বিপন্ন, দাবি সঞ্জয় রাউতের

মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন ঘিরে ক্রমেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)  নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি,…

Sanjay Raut’s Sharp Attack: 'Winning Elections Without Hooliganism Is Impossible

মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন ঘিরে ক্রমেই রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। শিবসেনা শিবিরের নেতা সঞ্জয় রাউত (Sanjay Raut)  নির্বাচনী প্রক্রিয়া নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইয়ে যে ধরনের ভোটিং প্যাটার্ন দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

Advertisements

সঞ্জয় রাউত(Sanjay Raut)  বলেন, “মুম্বইয়ের মতো শহরে যেভাবে ভোটার তালিকা নিয়ে অনিয়ম হচ্ছে, তা খুবই গুরুতর বিষয়। হাজার হাজার মানুষের নাম ভোটার তালিকা থেকে উধাও। আশ্চর্যের বিষয়, এই মানুষগুলোর অনেকেই সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন।” তিনি আরও দাবি করেন, যেসব এলাকায় শিবসেনা (ইউবিটি), এমএনএস বা কংগ্রেসের প্রভাব বেশি, সেখানেই ভোটারদের নাম বেশি করে বাদ পড়েছে। এর ফলে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠছে।

   

শুধু ভোটার তালিকাই নয়, ইভিএম নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন সঞ্জয় রাউত। তাঁর অভিযোগ, ইভিএম মেশিন সঠিকভাবে কাজ করছে না। ভোটাররা বোতাম চাপলেও সঠিক প্রতীকে ভোট পড়ছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হচ্ছে। এই বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হলেও কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে দাবি তাঁর।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কড়া ভাষায় আক্রমণ করেন শিবসেনা (ইউবিটি) নেতা। তিনি বলেন, “নির্বাচন কমিশন আমাদের কথা শুনতে প্রস্তুত নয়। আমরা বারবার অভিযোগ জানাচ্ছি, কিন্তু তারা কার্যত নীরব।” আরও বিস্ময় প্রকাশ করে তিনি জানান, আচরণবিধি চালু থাকা সত্ত্বেও সম্প্রতি সিনিয়র বিজেপি নেতাদের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকদের একটি বৈঠক হয়েছে। তাঁর প্রশ্ন, “কোড অফ কন্ডাক্ট চলাকালীন এই ধরনের বৈঠক কেন? এর অর্থ কী?”

এছাড়াও এক্সিট পোল প্রকাশ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সঞ্জয় রাউত(Sanjay Raut)  । তাঁর অভিযোগ, ভোটের শতাংশ ঘোষণার আগেই এক্সিট পোল প্রকাশিত হয়ে যায় এবং তাতে বিজেপির জয় নিশ্চিত বলে দেখানো হয়। তিনি বলেন, “ভোট গণনার আগেই বিজেপি তাদের জয় উদযাপন শুরু করে দিয়েছে। এটা কি স্বাভাবিক? এর মাধ্যমে ভোটারদের মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।”

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের উদ্দেশে বার্তা দিয়ে সঞ্জয় রাউত বলেন, শিবসেনা (ইউবিটি) জনগণকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছে। তাঁর কথায়, “আমরা মানুষকে বলেছি, তারা যেন ভয় না পান। গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে আমরা তাদের পাশে আছি।” তিনি দাবি করেন, মুম্বইয়ের মানুষ সবকিছু বুঝছে এবং সময় এলে তার জবাব দেবে।

 

 

Advertisements