ভোটার তালিকা সংশোধন নিয়ে মিথ্যাচার, রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক দাবি সঞ্জয়ের

sanjay-jaiswal-calls-rahul-gandhis-voter-list-claims-misleading
sanjay-jaiswal-calls-rahul-gandhis-voter-list-claims-misleading

পাটনা: বিহারের ভোটার তালিকা সংশোধন (SIR) ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করলেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সওয়াল (Sanjay Jaiswal)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “রাহুল গান্ধী দেশকে মিথ্যা বলছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না।” তাঁর দাবি, বিহারে যে SIR প্রক্রিয়া হয়েছে, তাতে কোনও ধরনের কারচুপি বা অনিয়ম ঘটেনি।

সঞ্জয় জয়সওয়ালের বক্তব্য, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দিষ্ট নিয়ম মেনেই এই কাজ করা হয়। তিনি বলেন, “বিহারে SIR হয়েছে স্বচ্ছভাবে। মাঠপর্যায়ে যাচাই হয়েছে, প্রশাসনিক স্তরে নজরদারি ছিল। সেখানে কারচুপির অভিযোগ তোলা মানেই গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থা নষ্ট করার চেষ্টা।” রাহুল গান্ধীর বক্তব্যকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বিজেপি সাংসদ বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাঁর অভিযোগ, কংগ্রেস মানুষের মধ্যে ভয় ও সন্দেহ তৈরি করে রাজনৈতিক লাভ তুলতে চাইছে। “যখনই তারা নির্বাচনে পরাজয়ের আশঙ্কা করে, তখনই ভোট প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে,” বলেন সঞ্জয় জয়সওয়াল। এই প্রসঙ্গে তিনি আরও একটি স্পর্শকাতর বিষয়ের উল্লেখ করেন। সঞ্জয় জয়সওয়াল বলেন, “রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে। তাঁদের নাম যদি ভোটার তালিকায় থাকে, তা হলে সেগুলি বাদ দেওয়া হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” তাঁর দাবি, দেশের নিরাপত্তা ও গণতন্ত্র রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ জরুরি।

   

বিজেপি সাংসদের মতে, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। তিনি বলেন, “যাঁরা ভারতের নাগরিক নন, তাঁদের ভোটাধিকার থাকার প্রশ্নই ওঠে না। নির্বাচন কমিশনের দায়িত্ব হল প্রকৃত নাগরিকদের ভোটাধিকার সুরক্ষিত রাখা।” এই কারণেই SIR প্রক্রিয়াকে বিজেপি সমর্থন করে বলে জানান তিনি।

সঞ্জয় জয়সওয়াল আরও বলেন, রাহুল গান্ধীর মতো জাতীয় স্তরের নেতার কাছ থেকে এই ধরনের মন্তব্য অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন। তাঁর কথায়, “একজন নেতা যখন প্রকাশ্যে বলে যে ভোট প্রক্রিয়া ভুয়ো, তখন সাধারণ মানুষের মনে সন্দেহ তৈরি হয়। এতে গণতন্ত্র দুর্বল হয়।” তিনি অভিযোগ করেন, রাহুল গান্ধী ইচ্ছাকৃতভাবে দেশের প্রতিষ্ঠানগুলিকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি শিবির সঞ্জয় জয়সওয়ালের বক্তব্যকে সমর্থন করে বলেছে, ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত ভোটারদের অধিকার সুরক্ষিত হবে। অন্যদিকে, কংগ্রেসের একাংশ এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। তাঁদের দাবি, বিজেপি সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীকে টার্গেট করতেই এই ধরনের বক্তব্য দিচ্ছে।

তবে সঞ্জয় জয়সওয়াল স্পষ্ট করে দেন, এটি কোনও রাজনৈতিক আক্রমণ নয়, বরং আইন ও সংবিধানের প্রশ্ন। তিনি বলেন, “দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটার তালিকা পরিষ্কার হওয়া দরকার। সেখানে কোনও ভুয়ো ভোটার বা অবৈধ অনুপ্রবেশকারীর জায়গা নেই।”

 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন