আরজি কর কাণ্ডের জের, আইএমএ’র সদস্য পদ হারালেন অভিযুক্ত সন্দীপ ঘোষ

আরজি কর (RG Kar) কাণ্ডে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (Indian medical Association) থেকে সাসপেন্ড করা হল প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আইএমএ-র প্রেসিডেন্ট নির্যাতিতার পরিবারের…

Sandip ghosh membership sacked from IMA

আরজি কর (RG Kar) কাণ্ডে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন বা আইএমএ (Indian medical Association) থেকে সাসপেন্ড করা হল প্রাক্তণ অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। আইএমএ-র প্রেসিডেন্ট নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলেই স্বতঃপ্রনোদিত হয়ে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

আরজি কর কাণ্ডের পর অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। তারপর আদালতের নির্দেশে গোটা মামলাটা সিবিআইয়ের হাতে গেলে সন্দীপ ঘোষকে নিজেদের রাডারে নেয় কেন্দ্রীয় সংস্থাটি। কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর পলিগ্রাফ টেস্টও করা হয়েছে। অভিযুক্ত সঞ্জয় রায় সম্পর্কে প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। 

   

অন্যদিকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছে প্রাক্তণ ডেপুটি অধ্যক্ষ আখতার আলি।  তিনি ফরেন্সিক বিভাগের অধ্যাপক দেবাশিষের সোমের নামও নিয়েছেন তিনি।  প্রাক্তন ডেপুটি অধ্যক্ষ আখতার আলির বয়ানে এই ‘সন্দীপ ঘনিষ্ঠ’ দেবাশিসের নাম উল্লেখ রয়েছে। সন্দীপ ঘোষের একাধিক আর্থিক কেলেঙ্কারীতে দেবাশিসের নাম থাকায় এবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেল সিবিআই।

কিছুদিন আগেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্তে তিন সদস্য সিট গড়েছিল রাজ্য। কিন্তু সেই সিট খারিজ করে সিবিআইয়ের হাতেই তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। এবার আইএমএর পদ চলে যাওয়ায় সন্দীপ ঘোষ আরও বিপাকে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।