পাকিস্তান প্রসঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ সম্বিত পাত্রর

নয়াদিল্লি: “তথ্য-যুদ্ধে পাকিস্তানকে (Pakistan) অক্সিজেন দেয় কংগ্রেস” বলে বিস্ফোরক অভিযোগ তুললেন সম্বিত পাত্র (Sambit Patra)। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশের (Jairam Ramesh) বিরুদ্ধে…

নয়াদিল্লি: “তথ্য-যুদ্ধে পাকিস্তানকে (Pakistan) অক্সিজেন দেয় কংগ্রেস” বলে বিস্ফোরক অভিযোগ তুললেন সম্বিত পাত্র (Sambit Patra)। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক জয়রাম রমেশের (Jairam Ramesh) বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। রাশিয়া-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তির নিরিখে জয়রাম রমেশের সমাজমাধ্যমের পোস্ট ভারতের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করেছে বলে দাবী করেন বিজেপির (BJP) মুখপাত্র।

Advertisements

তিনি বলেন, “গত ৪ অক্টোবর নরেন্দ্র মোদীকে কোণঠাসা করতে গিয়ে রাশিয়া পাকিস্তান সম্পর্কে বিভ্রান্তিকর পোস্ট করেছেন জয়রাম রমেশ। তিনি বোঝাতে চেয়েছিলেন, প্রতিরক্ষার ক্ষেত্রে রাশিয়া-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক মজবুত হচ্ছে।” মূলত, চিন-নির্মিত JF-17 ফাইটার জেটের পরিবর্তে পাকিস্তান (Pakistan) যে রশিয়ার কাছ থেকে RD-93 MA ইঞ্জিন কিনছে, এই তথ্য সম্পূর্ণ ‘ভুল এবং ভিত্তিহীন’ বলে দাবী করেন সম্বিত পাত্র।

বিজ্ঞাপন

বিজেপি মুখপাত্র বলেন, “রাশিয়া পাকিস্তানের সঙ্গে এরকম কোনও চুক্তিবদ্ধ হয়নি। এমনকি রাশিয়া-পাকিস্তানের সঙ্গে এই বিষয়ে কোনও আলোচনাও হয়নি। জি২০ বা অন্য কোনও বড় সামিটের আগে কংগ্রেসের (Congress) কাজই হল বিভ্রান্তি ছড়ানো। তাঁরা এমন কাজ করে যাতে ভারতের ভাবমূর্তি নষ্ট হয়”।

এরপর সরাসরি জয়রাম রমেশের বিরুদ্ধে তোপ দেগে সম্বিত পাত্র বলেন, “আমি জয়রাম রমেশকে বলতে চাই, আপনি এখন ক্ষুদ্র নেতা, কেবল কংগ্রেসের সাধারণ সম্পাদক। আপনাকে নিশ্চয়ই রাহুল গান্ধীর নির্দেশে এই ধরণের ভুয়ো প্রচার করেছেন। রাহুল গান্ধী বিদেশ চলে যান। তারপর ফিরে এই ধরণের পোস্ট দেখেন এবং তাঁর ইকোসিস্টেমকে পুনোজ্জীবিত করেন। তথ্য-যুদ্ধে পাকিস্তানকে আপনারা অক্সিজেন দেন”।

জয়রাম রমেশের পোস্ট

প্রসঙ্গত, এর আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্সে পোস্ট করেছিলেন, “ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র রাশিয়া কিকরে বর্তমানে নয়াদিল্লিকে অগ্রাহ্য করছে? নরেন্দ্র মোদী জবাব দিন। চিনা JF-20 এর বিনিময়ে রাশিয়ার RD-93 MA ফাইটার জেট নিচ্ছে পাকিস্তান। নয়াদিল্লি এই চুক্তি সম্পন্ন হতে দিল কীভাবে?”