UP Election 2022: নির্বাচনের টিকিট না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা নেতার

নির্বাচনের (UP Election 2022) টিকিট মেলেনি, সেজন্য গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন নেতা। উত্তরপ্রদেশে নির্বাচনী আবহে ঘটনাকে নিয়ে অস্বস্তিতে সমাজবাদী পার্টি (Samajwadi Party)।

জানা গিয়েছে, রবিবার লখনউতে আলিগড়ের সমাজবাদী পার্টির নেতা ঠাকুর আদিত্য (Thakur Aditya) গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও কোনো অঘটন ঘটার আগে পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ওই নেতাকে উদ্ধার করেন।

   

ঘটনাস্থল থেকে একটি ভিডিও যথেষ্ট ভাইরাল হয়েছে। যেখানে সমাজবাদী পার্টির নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘যাই হয়ে যাক, আমি এখানে আজ আমার জীবন নিয়েই ছাড়ব। তুমি আমাকে জেলে দিলেও আমাকে থামাতে পারবে না। আমি তো ন্যায়বিচার চাই।’ সেইসঙ্গে দলের বিরুদ্ধে বহিরাগতদের টিকিট দেওয়ার অভিযোগ তুলেছে ঠাকুর আদিত্য। তিনি দাবি করেছেন যে তার বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড নেই, তাও কেন তাঁকে প্রার্থী করা হল না? সূত্র মারফত খবর, আদিত্য ঠাকুর আলিগড়ের ছরা কেন্দ্র থেকে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা করছিলেন তবে দলের পক্ষ থেকে তাকে টিকিট দেওয়া হয়নি। এই ঘটনা নিয়ে এখনও অবধি অখিলেশ যাদবের (Akhilesh Yadav) কোনও প্রতিক্রিয়া মেলেনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন