BJP: শুধুই নারী ধর্ষণ নয়, আরও কি কি করতেন? বিস্ফোরক অভিযোগ অমিত মালব্যের বিরুদ্ধে!

ফের বিরোধীদের নিশানায় অমিত মালব্য। আবারও সেই যৌন স্ক্যান্ডাল। শুধু মহিলাই নয়, পুরুষদের সঙ্গেও যৌন সঙ্গম করতেন বিজেপির আইটি সেলের চেয়ারম্যান। এমনই অভিযোগ তুলে সরব…

Amit Malavya SEX Scandal alligation by Sp

short-samachar

ফের বিরোধীদের নিশানায় অমিত মালব্য। আবারও সেই যৌন স্ক্যান্ডাল। শুধু মহিলাই নয়, পুরুষদের সঙ্গেও যৌন সঙ্গম করতেন বিজেপির আইটি সেলের চেয়ারম্যান। এমনই অভিযোগ তুলে সরব হয়েছে সমাজবাদী পার্টি।

   

বিজেপির আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্য-র বিরুদ্ধে এবারে হোটেলের ঘরে মহিলাদের ধর্ষণ এবং পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক-র গুরুতর অভিযোগ আনল সমাজবাদী পার্টি। শনিবার রাতে সপা-র অফিসিয়াল মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে মালব্যকে জুড়ে দিয়ে দীর্ঘ পোস্টে লেখা হয়, ” আপনি নাকি মহিলাদের ধর্ষণ করেন? পুরুষদের সঙ্গেও যৌন মিলন পছন্দ করেন? এসব কী শোনা যাচ্ছে আপনার নামে?”

UGC NET: পুনরায় নেট পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা করল এন্টিএ, কবে থাকছে কোন বিষয়? জেনে নিন

উত্তরপ্রদেশে এক নাবালিকাকে ধর্ষণের পরে সে গর্ভবতী হয়ে পড়ায় তা নিয়ে বিজেপি ও সপা-র মধ্যে যে চাপানউতোর শুরু হয়। সেই প্রক্ষিতে সপা-র দিকে নিশানা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মালব্য। তারই পালটা জবাব দিয়েছে সপা-ও। মাস খানেক আগেই মালব্য-র বিরুদ্ধে মহিলাদের যৌন শোষণের অভিযোগ জানিয়ে সরব হয়েছিলেন আরএসএস সদস্য শান্তনু সিনহা।

Agra-Lucknow Expressway: স্টিয়ারিংয়ে হাত রেখেই ঘুম বাসের চালকের, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে বড় দুর্ঘটনায় মৃত অন্তত ৭

বাংলার বিজেপি নেতা রাহুল সিনহার ভাই হলেন শান্তনু সিনহা। তিনি অভিযোগল করেছিলেন যে মহিলাদের হোটেলে ডেকে এনে জোর করে শারীরিক হেনস্থা করতেন অমিত। শান্তনুর সেই পোস্ট ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল রাজ্য রাজনীতিতে। মুখ বাঁচাতেও কিছুই বলতে পারেনি বিজেপি। এবার সমাজবাদী পার্টির তরফে এই আক্রমণ গেরুয়া শিবির কীভাবে সামলায় সেটাই দেখার।