এক ট্রেনে কলকাতা থেকে মণিপুর: কোন রুটে চলবে, কত সময় লাগবে, স্টপেজই বা কটা?

কলকাতা: এই প্রথমবার মিজোরামের রাজধানী আইজল রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে কলকাতার সঙ্গে। শনিবার মণিপুরে গিয়ে এই রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর সবুজ…

Sairang-Kolkata Express

কলকাতা: এই প্রথমবার মিজোরামের রাজধানী আইজল রেলপথে সরাসরি যুক্ত হতে চলেছে কলকাতার সঙ্গে। শনিবার মণিপুরে গিয়ে এই রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর সবুজ সংকেতে শুরু হবে বহুল প্রতীক্ষিত ব্যারাবি–সাইরাং রেললাইন। উত্তর-পূর্ব ভারতের এই নতুন রেল পরিষেবা বদলে দিতে পারে ভ্রমণ, বাণিজ্য ও পর্যটনের সম্ভাবনা।

ট্রেন নম্বর, দূরত্ব ও রুট

সাইরাং–কলকাতা এক্সপ্রেস চলবে ট্রেন নম্বর ১৩১২৫/১৩১২৬-এ। কলকাতা থেকে সাইরাং পর্যন্ত দূরত্ব ১,৫৩০ কিলোমিটার। যাত্রাপথে সময় লাগবে প্রায় ৩১ ঘণ্টা ১৫ মিনিট। ট্রেনটি চলবে নৈহাটি, কৃষ্ণনগর সিটি, মুর্শিদাবাদ হয়ে এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে ইস্টার্ন রেলওয়ে।

   

মাঝপথের স্টপেজ Sairang-Kolkata Express

এই ট্রেনটি মোট ২৪টি স্টেশনে থামবে। এর মধ্যে রয়েছে-নৈহাটি, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিশানগঞ্জ, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরীপুর, বিলাসিপাড়া, অভয়াপুরী আসাম, গোপালপাড়া টাউন ও কামাখ্যা।
এ ছাড়াও থাকবে গুরুত্বপূর্ণ স্টপেজ—নিউ জলপাইগুড়ি, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বাদরপুর জংশন, হাইলাকান্দি ও ব্যারাবি। ফলে এক ট্রেনে সংযুক্ত হবে সমগ্র উত্তর-পূর্ব।

চলাচলের দিন ও কোচ বিন্যাস

ট্রেন নম্বর ১৩১২৫ (কলকাতা–সাইরাং এক্সপ্রেস): রোববার, বুধবার ও বৃহস্পতিবার চলবে।

ট্রেন নম্বর ১৩১২৬ (সাইরাং–কলকাতা এক্সপ্রেস): সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার চলবে।

মোট ২২টি কোচ থাকবে এই ট্রেনে। এর মধ্যে রয়েছে ২টি এসি টু-টিয়ার, ৫টি এসি থ্রি-টিয়ার, ২টি এসি থ্রি-টিয়ার ইকোনমি, ৭টি স্লিপার ক্লাস, ৪টি সাধারণ দ্বিতীয় শ্রেণি, ১টি ব্রেক কোচ, ১টি লাগেজ-কাম-জেনারেটর কার এবং ১টি এসএলআরডি।

Advertisements

সময়সূচি

কলকাতা–সাইরাং এক্সপ্রেস (১৩১২৫): দুপুর ১২টা ২৫ মিনিটে কলকাতা থেকে ছাড়বে, পৌঁছবে পরদিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

সাইরাং–কলকাতা এক্সপ্রেস (১৩১২৬): সকাল ৭টা ১৫ মিনিটে সাইরাং থেকে ছাড়বে, পৌঁছবে পরদিন দুপুর ২টা ৩০ মিনিটে কলকাতায়।

দীর্ঘ প্রতীক্ষার অবসান

মিজোরাম ও পশ্চিমবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগের দাবি বহুদিনের। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। নতুন এই ট্রেন চালুর ফলে উত্তর-পূর্ব ভারতের মানুষের যাত্রা হবে আরও সহজ, আঞ্চলিক একাত্মতা মজবুত হবে এবং নতুন সম্ভাবনা খুলবে ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের ক্ষেত্রে।

Bharat: Mizoram’s capital, Aizawl, gets its first direct rail link to Kolkata as PM Narendra Modi inaugurates the Bairabi-Sairang line. The new ‘Sairang-Kolkata Express’ will transform travel and trade, connecting the Northeast to West Bengal with its new route.