Saibaba Mandir: প্রণামীর বিপুল কয়েন নিয়ে সমস্যায় শিরডির সাইবাবা মন্দির ট্রাস্ট

শিরডির সাইবাবা মন্দির (Saibaba Mandir) দর্শন করতে‌ যান হাজারো‌ দর্শনার্থী। সকলেই পুজোর সঙ্গে অনুদান দিয়ে আসেন। অনেকেই প্রণামী বক্সে দেন কয়েন। এই কয়েন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মন্দির কর্তৃপক্ষকে।

Large pile of coins offered by Pranami devotees causing trouble for Saibaba Mandir Trust in Shirdi.

শিরডির সাইবাবা মন্দির (Saibaba Mandir) দর্শন করতে‌ যান হাজারো‌ দর্শনার্থী। সকলেই পুজোর সঙ্গে অনুদান দিয়ে আসেন। অনেকেই প্রণামী বক্সে দেন কয়েন। এই কয়েন নিয়ে সমস্যায় পড়তে হয়েছে মন্দির কর্তৃপক্ষকে। মন্দির ট্রাস্ট প্রণামী বক্সের সেই কয়েন নিয়ম মাফিক ব্যাঙ্কে রাখে। এই কয়েন ব্যাঙ্কে রাখা নিয়েই ঘটে গেল বিপত্তি।

Advertisements

একের পর এক ব্যাঙ্ক সাইবাবা মন্দির ট্রাস্টকে জানিয়েছে, তাদের কাছে এত জায়গা নেই যে, এই লক্ষ লক্ষ কয়েন তারা রাখতে পারবে। এই ঘটনায় এবার সাইবাবা ট্রাস্ট চাইছে রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টিতে হস্তক্ষেপ করুক।

   

প্রসঙ্গত, শিরডির (Shiridi) বিখ্যাত সাইবাবা মন্দিরের ট্রাস্ট পড়েছে নতুন বিপদে। প্রতিদিনই দর্শনার্থী , পূণ্যার্থীরা সেখানে প্রণামী বক্সে কিছু কিছু কয়েন দেন। আর সেই লক্ষ লক্ষ কয়েন জমা হতে থাকে। সেই কয়েন নিয়েই বিপদে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ১৩ টি ব্যাঙ্কে রয়েছে শিরডির সাইবাবা মন্দির ট্রাস্টের অ্যাকাউন্ট। বেশিরভাগ ব্যাঙ্কের অ্যাকাউন্টই রয়েছে শিরডিতে। তবে একটি অ্যাকাউন্ট রয়েছে নাসিকের ব্যাঙ্কে। ১৩ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পর পর জানিয়ে দিয়েছে যে এই বিপুল পরিমাণ কয়েন তাদের রাখার জায়গা নেই। ফলে লক্ষ লক্ষ কয়েন কোথায় রাখা যায়, তা নিয়ে বিপাকে মন্দির কর্তৃপক্ষ।

ট্রাস্ট বর্তমানে বিভিন্ন ব্যাঙ্ক মিলিয়ে মোট ১১ কোটি রেখেছে বিভিন্ন জায়গায়। এদিকে, কয়েনগুলি ব্যাঙ্ক নিচ্ছে না বলে মন্দির ট্রাস্ট চিঠি লিখেছে রিজার্ভ ব্যঙ্ককে। এবিষয়ে দেশের শীর্ষ ব্যাঙ্কের হস্তক্ষেপ দাবি করছে মন্দির কর্তৃপক্ষ।

প্রণামী স্বরূপ প্রতি সপ্তাহে ৭ লক্ষ টাকা মূল্যের কয়েন জমা হয় শিরডির সাইবাবা মন্দিরে। বছরের হিসাবে ৩.৫ কোটি টাকার কয়েন জমা পড়ে প্রণামী বক্সে। প্রতি সপ্তাহে ২ বার করে ব্যাঙ্কে সেই কয়েন বা প্রণামী বক্সের টাকা রাখা হয়। ট্রাস্ট চাইছে এই কয়েন যাতে ব্যাঙ্কগুলি নেয় তার জন্য পদক্ষেপ নিক রিজার্ভ ব্যাঙ্ক। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ককে চিঠি লিখেছে ট্রাস্ট।