CPIM: বিপ্লবের লাল উধাও, সিপিএম প্রতীকে সনাতনী গেরুয়া পতাকা উড়ছে!

বিপ্লবের রঙ গেরুয়া! দলীয় পতাকায় লাল উধাও। তার বদলে সনাতনী-হিন্দুত্ববাদীদের পছন্দের রঙে কে যেন রাঙিয়ে দিয়ে গেছে। সেই পতাকা হাওয়ায় দুলে বিপ্লবের বার্তা দিয়ে চলেছে।…

Tripura

বিপ্লবের রঙ গেরুয়া! দলীয় পতাকায় লাল উধাও। তার বদলে সনাতনী-হিন্দুত্ববাদীদের পছন্দের রঙে কে যেন রাঙিয়ে দিয়ে গেছে। সেই পতাকা হাওয়ায় দুলে বিপ্লবের বার্তা দিয়ে চলেছে। এমনও এক অদ্ভুত ছবি দেখে খোদ বাম সমর্থকরা হতবাক।

গেরুয়া সিপিআইএম এমনই কটাক্ষ চলছে সামাজিক মাধ্যমে। এই ছবি বিজেপি শাসিত ত্রিপুরার। সে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। রাজ্যের সুরমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জয়ন্তী বাজার অঞ্চল কার্যালয়ে সিপিআইএম দলীয় পতাকার রং লাল থেকে গেরুয়া হয়ে গেছে বলে সাধারণ সমর্থকরা কটাক্ষ করছেন। বাম নেতৃত্ব অস্বস্তিতে। বিজেপি নেতৃত্বের মুখে মুচকি হাসি।

   

সিপিআইএম দলটি ২০১৮ সালে টানা দু দশকের ক্ষমতা হারিয়েছে। ত্রিপুরায় বাম জমানা পতনের পর গত বিধানসভা নির্বাচনেই প্রবল সম্ভাবনা নিয়ে ফের বাম জোট সরকার তৈরির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে উপজাতি দল অন্তত এক ডজন আসনে ভোট কেটে বাম পথে কাঁটা বিছিয়ে দেয়। পরপর দুবার সরকার দখল করে বিজেপি। সেই উপজাতি দল তিপ্রা মথা পরে বিরোধী গনের তকমা ছেড়ে বিজেপি সরকারের শরিক হয়েছে।

গেরুয়া রঙের সিপিআইএম পতাকা ঘিরে ত্রিপুরা সরগরম। সুরমা বিধানসভায় গত ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়। তাদের সঙ্গে সিপিআইএমের ভোট পার্থক্য চার হাজারের কিছু বেশি। তবে এই কেন্দ্রে তিপ্রা মথা এগারো হাজারের বেশি ভোট টেনে নেয়।

উল্লেখ্য, ত্রিপুরায় গেরুয়া রঙের সিপিআইএম পতাকা দেখা গেছে আর বাম জোট শাসিত কেরলে সিপিআইএমের একটি সাংগঠনিক মুখপত্রে দাবি করা হয়, কেন্দ্রে ক্ষমতাসীন মোদীর সরকারকে এখনই কোনওভাবে ফ্যাসিস্ট অথবা নব্য ফ্যাসিস্ট বলা যাবে না। এরপরই চরম বিতর্ক। সিপিআইএমের কাছে অবস্থান সংশোধনের জন্য বার্তা দিয়েছে সিপিআইসহ অন্যান্য বাম দল। চরম বিতর্ক শুরু হয়েছে সিপিআইএমের সমর্থকদের মধ্যে।