HomeBharatAssam: আলো আসুক চোখে, সচিনের Diwali উপহারে আপ্লুত হাসপাতাল

Assam: আলো আসুক চোখে, সচিনের Diwali উপহারে আপ্লুত হাসপাতাল

তাঁর সাহায্যে ঢেলে সাজানো হচ্ছে করিমগঞ্জের মুকুন্দ খ্রিষ্টান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ

- Advertisement -

News Desk: ক্রিকেটের আলোয় আলোকিত হয়েছেন। জীবন্ত কিংবদন্তি সচিন তেন্ডুলকরের উপহারে এবার আলোকিত অসমের করিমগঞ্জের হাসপাতাল। তাঁর সাহায্যে ঢেলে সাজানো হচ্ছে করিমগঞ্জের মুকুন্দ খ্রিষ্টান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালের চক্ষু বিভাগ।

সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন মুকুন্দ হাসপাতালের চিকিৎসকরা। তারা বলেন, এই হাসপাতালের উপর শুধু করিমগঞ্জবাসী নির্ভর করেন তা নয়, প্রতিবেশি মিজোরাম, ত্রিপুরা থেকেও দীর্ঘ যাত্রা করে রোগীরা আসেন। সচিন ফাউন্ডেশনের দেওয়া অত্যাধুনিক চিকিৎসা সামগ্রীর সাহায্যে সদ্যেজাত ও বিভিন্ন বয়সের রোগীদের চোখ পরীক্ষা আরও নিখুঁত করা সম্ভব হবে।

   

করিমগঞ্জ অসমের বরাক উপত্যকার একটি জেলা। বাঙালি অধ্যুষিত এই জেলার মুকুন্দ হাসপাতালের চিকিৎসা পরিকাঠামোর উপর ভরসা বহু মানুষের। কিছু বিশেষ পরীক্ষার জন্য এখান থেকে রোগীদের ৩৬০ কিলোমিটার দূরে গুয়াহাটি যেতে হয়। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের দেওয়া চিকিৎসা সামগ্রী, ক্যামেরা সেই ঝক্কি থেকে রোগীদের মুক্তি দিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular